ভীড়।
ভীড় আমার কখনই ভাল লাগেনি।কখনো ভাল লাগাতে পারব কিনা জানিনা!!এত বিতৃষ্ণা স্বত্বেও এই ভীড়ে মিশে যাওয়া একজন মানুষ আমি,আর বাকি মানুষগুলোর মতই,যারা এই যান্ত্রিক শহরের ভীড়ে মিশে আছে।
ইদানিং খুব চেষ্টা করছি যা ভাল লাগে না,সেগুলো ভাল লাগাতে আর কিছু হারাবার ভয়টা দূর করতে।
ব্যস্ত এই শহরে ভীড়ের প্রতিটা মানুষ স্বপ্ন দেখে,হয়ত স্বপ্নগুলো হাটতে হাটতে গুছিয়ে নেয়।প্রতিটা মানুষের স্বপ্নের সাথে অবশ্যই আরো কিছু মানুষও যুক্ত।এমনো হয় যুক্ত মানুষগুলোর কাছে তার স্বপ্নটা তার চেয়েও প্রিয়, স্বপ্নের সাথে হয়ত জড়িয়ে আছে কিছু অমিমাংসিত আবেগ কিংবা আরো কিছু আনকোড়া স্বপ্ন।
স্বপ্ন সবাই দেখে। জর্জ অয়াশিংটন থেকে বারাক ওবামা সবাই স্বপ্ন দেখেছেন,হয়ত এ জন্যই তারা আমেরিকা র প্রেসিডেন্ট হয়েছেন!
স্বপ্ন না দেখলে হয়ত, বঙ্গবন্ধু ও ৭ই মার্চের সেই জ্ব্লাময়ী সেই ভাষন দিতে পারতেন না! প্রতি বছর যারা নোবেল প্রাইজ পাচ্ছেন তারা ও হয়ত তাদের গবেষনা বন্ধ করে দিতেন,যদি স্বপ্ন না দেখতেন। আজকের স্টীভ জবস, বিলগেটস, জুকারবার্গ, লেরি পেজরা ও স্বপ্ন দেখেছেন।
বিখ্যাত মানুষরা ভীড় থেকে উঠে এসেছেন। আর ভীড় থেকে উঠে আসলেই ভীড়ের মানুষদের বোঝা যায়। কিন্তু ভীড় থেকে উঠে আসতে হলে, স্বপ্নটা হতে হবে অনেক গোছালো, অনেক পরিপক্ক আর বাকি ভীড়ের মানুষগুলো থেকে আলাদা। এমন একটা স্বপ্ন যা অন্যের স্বপ্ন বুনার উৎস হতে পারে। তাহলেই হয়ত অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা যাবে বছরের পর বছর।
খুব ইচ্ছে করে এমন একটা স্বপ্ন দেখি। কিন্তু আমি যে ভীড় ভালবাসি না!!যদি এই ভীড়ে হারিয়ে যাই!!!!
হারাবার ভয়টা এখনও জেঁকে আছে।
আপনি কি ভীড়ের সেই মানুষটি??আপনার কি আছে এমন কিছু স্বপ্ন যা অন্যকে অনুপ্রেরণা দেয়???
-------------------------------------------------------------------
ভীড়ে আটকে থাকা একজন মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




