হেরোইন আর গাঁজায় নেশায় আসক্ত ঘাতক সফিকুল ইসলাম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার লীপুর গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী স্বপনের নিকট ৫ হাজার টাকা হাওলাদ চেয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছিল। গ্রেফতারের পর মঙ্গলবার দিবাগত গভীর রাতে থানা পুলিশের দফায় দফায় জিজ্ঞাসাবাদে সে ওই নৃশংস হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই ঘাতকের ভাই হুমায়ুন (৪৫) এবং কাদের (৩৫)কে।
জানা যায় গত ৫ অক্টোবর রাতে উপজেলার চান্দপুর গ্রামের আঃ মালেকের পুত্র সফিকুল ইসলাম (২২) স্থানীয় লীপুর গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী নাছরুল হাসান স্বপনের (২৮) নিকট ৫ হাজার টাকা হাওলাদ চেয়ে টাকা না পেয়ে বাড়ির অদূরে ছুরি দিয়ে ওই ব্যবসায়ীকে জবাই করে হত্যা করার পর লুটে নেয়া হয় তার ২টি মোবাইল ফোন। ওই মোবাইল ফোনের সূত্র ধরে গত দুদিন যাবৎ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্রগ্রামে অবস্থান নেয়। মঙ্গলবার থানার মহিলা কনষ্টেবল নুরজাহান আক্তার নুপুর তার মোবাইল ফোনে কৌশলে প্রেমের অভিনয় করে রাউজান থানার কুন্ডেশ্বেরী এলাকায় ডেকে এনে সফিকের ভাই হুমায়ুন এবং তার স্বীকারোক্তি মোতাবেক ডবলমুরিং থানার ঈদগাহ এলাকা থেকে অপর ভাই আঃ কাদেরকে গ্রেফতারের পর উভয়ের স্বীকারোক্তি মোতাবেক দেবিদ্বার উপজেলার কালিকাপুর বাসষ্টেশন থেকে ঘাতক সফিককে গ্রেফতার করা হয়। গভীর রাতে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ আয়ুব এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে সফিক হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




