
আমার অবসাদগ্রস্ত হৃদয় মিলে বৃত্তের কেন্দ্রে;
তোমার অংকিত সুক্ষ ভালোবাসায় জেগে উঠে আমার অনুভুতি; পাপবোধ ও প্রকৃতির মিলনে সুর বেজে উঠে।নিষ্পেষিত বেদনায় নীল হয়ে যাওয়া মধুর স্মৃতি হাহাকারময় পরাজয়ের গ্লানী টেনে নিয়ে বরণ করে মৃত্যু।তবুও মৃত্যুর ওপারে বিধে থাকে এপারের কামনা, না পাওয়ার অত্যাচারিত দুঃখ, পরিণতিতে হৃদপিন্ড জ্যান্ত পুড়ে তুমি হয়ে যাচ্ছো আমার মায়ার বেড়াজালের আজন্ম পাপ।
ফেলা আসা হেয়ালী সময়, আলোকবর্ষ দূরে চলে যাওয়া আমি, তোমার নেশার ধাধায় আমার প্রতিটি পদক্ষেপ পক্ষাঘাতগ্রস্থ রোগীর বাধন।
বোবার আর্তনাদ তুমি শুনতে চাওনি, ক্রমেই ডুবে যাওয়া আমার বাস্তবতার অসংলগ্নতা, সস্তা কাগজের কালির লেপনে আমার বেড়ে উঠা অশরীরী অাত্না।ব্যবচ্ছেদকৃত মগজের অপচয় ফেলে আসি মহাকালে,মৃত আত্নারা আসর জমায় নক্ষত্রের ভীড়ে;শোকসভায় জীবন্ত মানুষ পঁচে যায়,মৃতরা হতাশায় ভোগে।
কখনো আমার ব্যর্থ প্রাথর্নায় দেখা যায়নি আলো,অন্ধকাররূপ ধারণ করে বিভীষিকা পুরো মহাকাশ খেলা করে।বৃষ্টির পর রংধনুতে তোমার জেগে উঠার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই, কিন্তু ঈশান কোনের কালো মেঘ অনেকটা পৃথিবীর সব ক্ষত-বিক্ষতের মত ধ্বংস করে ছিড়ে ফেলে আমার সমস্ত কর্মফল।আজ হাতের রেখায় পরিসমাপ্তিতে তুমি নেই;আগ্রহ নিয়ে বিষন্নতার মাঝে আশ্রয় খুজি বাস্তবতার সান্তনায় অভিধানে খুজি মিথ্যা ভালোবাসা। বন্ধনের স্বার্থত্যাগ কলুষিত হয় তোমার উচ্চারিত প্রতিটি শব্দের প্রতিধ্বনিতে।
নিহত মানুষ সবসময় আহত মানুুষের অন্তরে বাঁচেনা,স্মৃতিতে বাঁচেনা, বাঁচে রাজ্যের ঘৃণায়।তুমি আমাকে তোমার কোথায় জীবন্ত রেখেছো?
অন্তরের অন্তঃসারশূন্যে? দামী স্মৃতিতে? নাকি কলংকময় ঘৃণায়?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



