
জীবনে অর্ধশত বসন্ত পেরিয়ে এসেছেন, অর্ধশত বর্ষাকালে ভিজেছেন? কদম দেখলে স্মৃতি মনে পড়ে। চোখের সামনে যুদ্ধ,মহামারী ও বৈজ্ঞানিক বিপ্লব কত কিছু দেখেছেন।কত মানুষ দেখেছেন যারা টিকে ছিলো,যারা হারিয়ে গেছে, এটা নিয়ে হয়তো উপন্যাস লিখা যাবে।ধনীর ধুলালের সাথে মিশতে শুরু করার পর, কৃপণ গরীব ভালো লেগেছে আর? এডিক্টেট ব্যক্তির মেধার অপচয় দেখেছেন?
-জীবনের এমন কোনো সিদ্ধান্তের জন্য এখনো আফসোস করেন?
- সুখী অনুভব করতে পারেন গড়ে কত সময়?
- ধনী থেকে গরীব সব মানুষের বাস্তব দর্শন নিয়ে ভেবেছেন?
-দুঃখ কষ্ট নিয়ে আপনার দর্শন কেমন? সারভাইভ করতে গিয়ে হাল ছেড়ে পরে বুঝতে পেরেছেন ভূল হয়ে গেছে।
- চোখের সামনে দেখেছেন মানুষটা কিভাবে বাস্তবতার ভিড়ে টিকে গেলো?
- ২০/২৫ কোটায় বয়স নিয়ে গেলে যে ভুলগুলো কখনো করবেন না?
-
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




