
বিখ্যাতরা সম্ভবত বিখ্যাত হবার আগে সুইসাইডের ট্রাই করেছে, চিন্তা করেছে ; চরম বিপর্যয়,স্ট্রেস, হতাশা থেকে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সম্ভবত, আজ এক নিউজ পোর্টালে চিত্র নায়ক মিঠুন চক্রবর্তীর সুইসাইড করতে যাওয়ার কথা পড়ে মনে পড়লো, আগে এমন অনেক পড়েছি, উনারা হতাশায় ছিল, ঝড়ে পড়েছে তাই বিখ্যাত হয়নি, সাধারণ মানুষ হিসেবে গণণা হয়েছে,জরিপে ডুকেছে। অন্যদিকে টিকে ছিলো তাই বিখ্যাত হয়েছে সুন্দর প্যার্টান।
সুইসাইডের টপ র্যাংকে ৪০ ভাগ আফ্রিকা কভার দিলেও মাঝখান থেকে সাউথ কোরিয়া নাম্বার চারে, প্রতি ১ লাখে ২৯ জন; ওদের আলাদা ব্রীজ আছে সুইসাইড করার জন্য।জাপানের আছে আলাদা বন। সবচেয়ে সমস্যাপূর্ণ দেশ আফগানিস্তানের সুইসাইড রেট সবচেয়ে কম,এমনকি সব মুসলিম দেশসমূহেই। সুইসাইড মহাপাপ কথায় বিশ্বাস আছে বিধায় এমন হয়েছে মনে হয়। পূর্ব ইউরোপের টপে আছে লিথুনিয়া, রাশিয়া ও পশ্চিম ইউরোপের সুইডেন, বেলজিয়াম। ২০১৯ সালে সুইডেনে ১৫ জন সুইসাইড করেছে প্রতি ১ লাখে। চীনের সুইসাইডের সঠিক খবর হয়তো পাবেন না,চীন থেকে বের হয়ে বাতাসে মিলিয়ে যায়; উ:কোরিয়ায় সবাই কিমের দিকে তাকালেই স্বর্গ অনুভব করে, তাই হয়তো সুইসাইডের সময় পায় না।
বাংলাদেশের কি হালচাল? জরিপ বলছে,প্রতিবছর ১৩ হাজার সুইসাইড করে,প্রতিদিন ৩৫ জন। ১৩ হাজারের ১০ হাজারের উপায় দুইটা : বিষ ও গলায় দড়ি। ২০২১ সালে ১০০+ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুইসাইড করেছে যা ভাবার বিষয় ; ৬২ ভাগ পাবলিক ভার্সিটির ও ৬৫ ভাগ পুরুষ। সুইসাইডের একটাই মূল কারণ -বিষন্নতা। তাছাড়া আরও নানা শ্রেনী পেশার মানুষ সুইসাইড করে,ফেসবুক লাইভে এসে কালিমা পড়ে, পরিবার সহ ট্রেনের নিচে ঝাপ দেয়।
আপনি কখনো সুইসাইড নোট লিখেছেন? ভেবেছেন এটা নিয়ে, চরম হতাশা গ্রাস করেছে, আপনার পরিচিত কেউ আছে যে চোখের সামনে সুইসাইড করে বসলো,আপনি আগে ঘুনাক্ষরে টের পাননি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




