
শিরোনামসমূহ :
/ গ্যাস সংকটে সার কারখানা বন্ধ চট্রগ্রামে
/ প্রতিদিন বসবাসের জন্য ২০০০ লোক ঢাকায় আসে
/ টঙ্গীতে মাদকের সাম্রাজ্য, রাজনীতির মদদের রুপ।
ভাবনা:
বয়স ২৩ ; নাম - আকবর আলী,পড়াশোনার সুযোগ পায়নি, অর্থের জন্য " সার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতো, কাজ শুরু করেছে প্রায় ২ মাস, বেতন পায়নি ;তাছাড়া এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে ঢাকা গেলো। আগে থেকে টুকটাক নেশা করলেও টঙীতে সাম্রাজ্যের স্পর্শে পাক্কা মাদকসেবী হয়ে উঠলো, গার্মেন্টসে হেলপার পদে কাজ করলেও ; ডোন্ট কেয়ার মনোভাবের জন্য রাজনীতির গুটি হিসেবে বিবেচিত হলো ৩/৪ মাসের মধ্যেই,নেতা বাজিয়ে দেখলো, মিশনে পাঠালো,প্রাপ্তির চেয়ে বেশি পেল নেতা।
৭/৮ মাসের মধ্যেই এলাকা নিয়ন্ত্রণ,ক্ষমতা, আধিপত্য,পকেটে টাকা আর টাকা,মাঝে মধ্যে ভাবে এই আমি নাকি শ্রমিক ছিলাম; বছর ঘুরতেই গার্মেন্টস ব্যবসা দিয়ে দিলে কেমন হয়; টাকা আছে, আরও আসবে, নেতা আছে, প্রশাসন পকেটে। প্রভাবশালী নেতার বিশ্বস্ত গুটি ছিলো, অনেকটা দাবার "ঘোড়া " গুটির ন্যায়।এভাবে কেটে গেলো কয়েক মাস, তারপর একদিন নেতা থেকে আগাম খবর পেলো আজ পুলিশ রেইট দিবে কিন্তু নেতার বড় চালানটা রক্ষা করতে হবে যেকোনো মূল্যেই। ফলাফল পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ ও নিহত ; এক নিতান্ত সার কারখানার শ্রমিক থেকে সম্ভাবনাময় মাফিয়া সমাপ্তি।
----
** সার কারখানা কখন খুলবে কর্তৃপক্ষ জানে না।
** ঢাকায় লোক আসা ঠেকানো যাবে না কোনো ক্রমেই।
** টঙ্গীকে এক টুকরো মেক্সিকো বানাতে চায় নেতারা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




