ব্লগে সম্ভবত সব শ্রেনী, পেশার ও বয়সের মানুষ আছে। ব্লগে রেজিস্টার করা অবস্থায় যারা আছে তাদের বয়স সম্ভবত ২৫-৭০'এর মাঝে। শিক্ষিতরা ব্লগে লিখে,পড়ে, আলোচনা করে, বিষয়ভিত্তিক ধারণা বদলে যায়,পাকাপোক্ত হয়।
আপনাদের জীবনসীমায় আপনি সর্বোচ্চ কত ধনী মানুষ দেখেছেন,মিশেছেন? কুশল বিনিময় করেছেন,চা খেয়েছেন?বাংলার ধনীদের ফিলোসফি কেমন ছিলো? আপনি নিজে জিরো থেকে হিরো হয়েছেন?
+ আপনি মনে থাকার মত হতদরিদ্র মানুষ দেখেছেন? নিজের অন্তর কেঁদেছিলো, উনাদের সাথে কথা বলে। কিছু করার চিন্তা করেছেন বা চেষ্টা করেছেন। দশক দশক যাবার পর ধনী-গরীবের আচরণগত বৈশিষ্ট্য চোখে পড়েছিলো?
আঙুল ফুলে কলাগাছ" হবার প্যাটার্ন ও অভাবে স্বভাব নষ্ট "মানুষগুলোর বাস্তব চিত্র দেখে বইয়ের পাতার বাগধারা গুলোকে মনে করেছেন?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০