আমার কথা বলি, চট্রগ্রামে অবস্থান করছিলাম কয়েকদিন যাবৎ ; ব্লগে ক্যাচালের ভিজিটর ছিলাম,অংশগ্রহণ করিনি। গোফরান ভাই চট্রগ্রামে থাকেন,উনার ব্যবসা, ফ্যামিলি এখানেই। উনার সাথে যোগাযোগ করলাম ; বললেন দেখা করেন, অফিসে আসেন।চলে গেলাম, হাসিমুখ চেহারা প্রথম দর্শন করলাম, ভালো লাগলো।
ব্লগার ব্লগারদের মন-মানসিকতা ভালো বুঝেন, উনি আমাকে বুঝেছেন কিনা জানি না ; আমি বুঝতে চেষ্টা করেছি, উক্ত ঘটনার পর উনার হৃদয় ভারাক্রান্ত ছিলো।ব্যবসার কতটা প্রভাব পড়েছে উনি নিজে বের করবেন কিনা জানিনা।বিশ্বব্যাপী রিশেশনে উনার ব্যবসায় মন্দাভাব কাটানোর জন্য উনি চেষ্টা করছেন ও দেশের রাজনৈতিক অস্থিরতার ব্যাপারটাও মাথায় রেখেছেন।উনি নিজেকে প্রকাশ করলেন, আমি শুনলাম,বুঝতে চেষ্টা করলাম।
ব্লগার আরইউ পোস্ট দিয়ে হয়তো উনার আগুনে পানি ঢেলেছেন, উনি বিভিন্ন ব্লগারের কমেন্টে আলোচনায় ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন ; ঐ পোস্টে একজন ব্লগার কমেন্ট করেছিলো ঐখানে "রিহ্যাব 'নামে শব্দটা ছিলো; যা আসলে দৃষ্টিকটু। আসল ঘটনাটা আসলে কি?? ব্লগার শ্যাইয়ান আসলে গোফরানকে বুঝেনি ভালোমত?
দিনের আলো কমে আসতে আসতে ব্লগার গোফরানের মাথা/মন পরিস্কার হচ্ছে, যা বুঝতে পেরেছি। বিদায় বেলায় উনি আমার হাতে উনার ম্যাগাজিন "SPELLBOUND " দিয়েছেন।আমি হাসিমুখে পাতা উল্টাতে উল্টাতে বিদায় নিলাম।ব্লগার দর্শনের অভিজ্ঞতায় সময়টা ভালো কাটলো।
ধন্যবাদ।