
ইংরেজী টেস্ট দিয়ে দেশের বাহিরে ভবিষ্যৎ ভালো খুজতে চাওয়া তরুন প্রজন্ম কেমন চোখে পড়ছে আপনাদের? জরিপ আছে কোনো? কিছুদিন আগে পত্রিকার পাতায় আমার চোখে পড়েছে কিছু তরুণ-তরুনী বিদেশে পড়াশোনো করতে এসে মাদকের একটা ভার্সন ডেভেলপ করার বিদ্যা রপ্ত করেছে, রপ্ত করেই দেশে ফিরেছে, নিজের রুমকে সাম্রাজ্য বানিয়ে ব্যাবসা শুরু; টার্গেট দেশের এলিটদের ছা-পোনাদের। তারও আগে চোখে পড়েছিলো বিদেশে পড়াশোনা করে এসে কিশোর গ্যাং লালন-পালন, এলাকায় চেঙ্গিস খান হবার চেষ্টা।
আরবে চাকুরীতে জীবনের অর্থ বাতাসে উড়ে চলে যায় কর্পূরের মতন, দেশে ফিরে হয়তো দেখে ইট গেথে উঠোনে বাড়ি তৈরী হয়েছে। আমার পরিচিত দুজন আরবে চাকুরী করে, ওরা হাসতে পারে না,মেকী হাসি দেয়। ইউরোপে পড়াশোনায় গিয়েছে ২/৪ জন, বাবার মৃত্যুতে দেশে ফিরেছে একজন, আচার-আচরণে ইউরোপের বাতাস টের পেয়েছি কিছুটা। সোস্যাল নেটওয়ার্কে ছবি দেখে বুঝা যাচ্ছে যতই সময় যাচ্ছে ইউরোপের বাস্তবতা ফুটে উঠছে/আবেগ /উচ্ছ্বাস কমছে।কানাডায় একজন ছিলো, সবাই বলা বলি করছে এটাই আসল ভবিষ্যৎ, কারণ সে গাড়ি কিনেছিলো।
সিরিয়ালে অনেকেই আছে ইংরেজী টেস্ট দিলো /দিবে, রেজাল্ট নিয়ে বসে আছে ;এম্বাসী ফেইস করে শপিং এ যাচ্ছে। দেশ নিয়ে আশা নেই, ভরসা নেই, দেশ ছেড়ে পশ্চিমে থেকে টাকা বানিয়ে দেশে ভালো লাইফ লিড করবে -এ ভাবনাই স্বপ্ন দেখাচ্ছে। আপনারা যারা বিদেশ আছেন, কি দেখছেন?বাঙালীরা ভালো করছে? দেশে যারা আছেন, কি দেখেছেন, আপনার পরিচিত কতজন আছে যে লাগেজ গুছাচ্ছে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



