
বইপত্রে,মিডিয়া,অন্য কারও বর্ণনায় আমরা জিনিয়াসদের জেনে এসেছি, যে মাধ্যমে ওদের সম্পর্কে জেনেছি সেই মাধ্যম আমাদের 'জিনিয়াস কি? ডেফিনিশন শিখিয়েছি, কাজ বর্ণণা করেছে। আপনি জানেন দ্যা ভিন্চি সম্পর্কে উনি সায়েন্স, আর্ট,এনাটমি বিভিন্ন শাখায় পান্ডিত্য দেখিয়েছে। আইনস্টাইন ক্লাসিক ফিজিক্সের রুপান্তর ঘটিয়েছে,নিউটন জীবনী আপনাকে অনুপ্রানিত নাও করতে পারে,রিচার্ড ফাইনম্যানের জীবনী করতে পারে। হকিং এর মৃত্যু জিনিয়াস আসার পথ বন্ধ করে দিয়েছে নাকি? স্পোর্টসে মেসি জিনিয়াস হয়ে গেলো,সক্রেটিস, প্লেটো স্কুলে যায়নি সভ্যতায় উনাদের প্রভাব অনেক, ম্যান্ডেলা কারাবাস থেকেও প্রেসিডেন্ট হয়েছিলো, এগুলোও বলার মত উদাহরণ নয় কি।
বাঙালীদের প্রিয় ব্যাক্তিত্বের লিস্টে শিক্ষক থাকার সম্ভবনা বেশি, যদিও এই লিস্ট ছোট হয়ে আসছে ধীরে ধীরে।লেখক শ্রেণী থাকতে পারে,হুমায়ন-জাফরদের প্রভাব বাঙালীর মনন মগজে লক্ষ্য করা যায়। কোনো আইডোলজি নিয়ে জীবন-যৌবন কাটিয়ে দেয়া মানুষ লিস্টে থাকতে পারে।জীবনসংগ্রামে জয়ী হওয়া মানুষ অন্যের মুখে কতটুকু হাসি ফোটাতে পারে তা বলা কঠিন,তবুও লিস্টে আসতে পারে।
প্রথম প্যারায় যাদের কথা বলা হলো,তারা সভ্যতার চাকায় হাত লাগিয়ে গতি বাড়ানোর চেষ্টা করেছে, আপনি আপনার জীবদ্দশায় এমন ক্যাটাগরির মানুষের সাথে মেশার সুযোগ পাবেন না। তবুও এদের বাদে আপনার চোখে এমন মানুষ কি আছে যাদের প্রভাব এখনো আপনার জীবনে পড়ে? আর যাই হোক আপনার ডেফিনিশনে সে জিনিয়াস ও ব্যক্তিত্ববান!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




