
প্রাচীনকালের লতাপাতা বুঝতে পারা কবিরাজ থেকে মানুষের স্কেলেটন আগুনের সামনে রেখে আত্না কন্ট্রোল করতে পারা পাহাড়পর্বতের ওস্তাদ মগাশ্যামীরা আপনাকে কীভাবে বাঁচাবে,যদি আপনি বাঁচতে না চান।জর্জ কার্লিনের কমিডি থেকে বিভিন্ন জাতের মোটিভেশন গুরু ও পড়াশোনায় জীবন যৌবন কাটিয়ে দেয়া সাইকোলজিস্ট,বাইলোজিস্টদের পডকাস্টের ইমপ্যাক্ট কোনো সম্ভাবনাময় পথ খুজতে সাহায্য করবে না দিনের পর দিন এমনকি ব্লগের জ্ঞানী ট্যাগ খাওয়া ব্লগারদের লেখা আপনাকে টানবে না বহুসময়।
জোকার মুভির প্রধান চরিত্র /মুভি শেষের দৃশ্যপট ভাবিয়ে তুলতে পারে আপনায়; স্যাডিস্ট মানুষের সাইকোলজি থেকে মহামানবদের এমপ্যাথি সবাই ব্যর্থ প্রজেক্ট হিসেবে পাল্লায় মাপতে সহজ হবে অনেকসময়।আপনার ভিতরকার ডিসঅর্ডারের রকমফের আপনার চলে যাওয়া সময় আটকে রাখতে পারবে না কোনো ভাবেই।ধীরে ধীরে আপনি মহাবিশ্বের ব্ল্যাকহোলে নিজকে আবিস্কার করবেন।মহাপাপের সিরিয়ালে থাকা সুইসাইড আপনাকে আগ্রহী করে তুলতে পারবে ক্রমেই।রবীন্দ্রনাথের বৃক্ষপ্রেম,পিকাসো,ফাইনম্যানের নারীঘেষা স্বভাব,মাওের পাখি নিধন প্রজেক্ট,ধর্মগুরুদের হেয়ালী নেশা, নিউটনের চিরকুমার বিত্ত ও প্রোভাবিলিটি থিউরীর জনক বেয়েসের চার্চের প্রতি দূর্বলতা সবকিছু একই সুতায় এনে তরঙ্গ সৃষ্টি করে দেখেছেন?
ঈষান কোণে কালো করে থাকা মেঘ,বাতাসে বাশঝাড়ের শব্দ,চিলের মুরগীর বাচ্চা শিকারের অপেক্ষা, কদম ফুল হাতে কিশোরী,প্রেমিকার ুলের ঘ্রাণ, উত্তাল সমুদ্রের ঢেউ, পাহাড়ে গাছ থেকে গাছ লাফিয়ে চলা বানর,চিড়িয়াখানায় আটকে থাকা হিংস্রপ্রানী,গোধুলির লাল সূর্য, আজীবন দন্ডপ্রাপ্ত আসামী, নিজের ছায়াকে বিশ্বাস না করা মানুষ, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতক,ওপেন এআই এর চ্যাট জিপিটি- এই পৃথিবীর কোনো কিছু আপনাকে টানে নি; রাখতে বাধ্য করেনি মায়ার বাধনে?আমি আপনি জন্ম নিয়ে যাত্রা শুরু করেছি অনিশ্চয়তার পানে চেয়ে নিশ্চিত মৃত্যুর দিকে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




