
দেশি-বিদেশী আত্নউন্নয়নমূলক বই বইমেলায় ঠিকমত ব্যবসা করতে পারছে কিনা জানি না।আমার পরিচিত কয়েকজন বইমেলায় গিয়েছিলো, সবাই শিশুতোষ /ধর্মীয়/ রোমান্টিক উপন্যাস টাইপ বই কিনেছে, বিক্রেতার সাথে সখ্যতা গড়ে তুলেছিলো একজন, পরে ঐ বিক্রেতা কথা বলতে বলতে "অভিজিৎ নিয়ে মুখ খুললো।" জীবনে বড় ভুল করেছিলাম অভিজিৎ 'এর বই বিক্রি করে,এ ভূল আমি কখনো করিনি,করবোও না।আমার পরিচিতজন বললো 'মেরে ফেলা হয়েছিলো ঐ অভিজিৎ না। উনি বললেন, হ্যা।আচ্ছা অভিজিৎ কি বই লিখেছিলো আপনারা কেউ পড়েছেন?
আমি একটা বই অনেক আগে শুরু করেছিলাম, শেষ করা হয়নি বইটি ছিলো শিব খেরার "তুমিও জিতবে ", ঐখানে পশুপাখি দিয়ে ঈশপের মত করে মোটিভেশন দেবার চেষ্টা করা হয়েছিলো; অনলাইনেও এসব চোখে পড়ে' সিংহ/ ঈগল পৃথিবীতে এসে ভালো হয়েছে। একবার মাল্টি লেভেল মার্কেটিং( এমএলএম) ব্যবসার এক সেমিনারে গিয়েছিলাম, একজন করে বয়ান শেষ করে সবাইকে বলতে বলা হচ্ছে " ইয়েস ' ; সবাই এত জোরে ইয়েস 'বলেছিলো যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাস নাও করতে পারে। আপনার মগজের ডোপামিনের মালিক আপনি, ঐ চালকের আসনে কাউকে দেবেন না।
মানুষ প্রাচীন সেই মেডিটেশন থেকে কতটুকু অর্জন করতে পারে সেটা জানা যায় না তেমন ;তবে মেডিটেশনের গুরুত্ব আছে অধিকাংশই এটা বিশ্বাস করে।বুদ্ধের অশ্বথ গাছ, নবী মুহাম্মদের হেরাগুহায় মেডিটেশনের সর্বোচ্চ প্রতীক হিসেবে আছে ; পৃথিবীতে জীবিত থাকা ইন্টেলেকচুয়াল মগজ এখনও মেডিটেশনের প্রেমে মজে আছে।মেডিটেশনের অনেক রকমফের আছে তবে আমি আমার আশেপাশে কাউকে মেডিটেশন করতে দেখিনি, বরং অনেক তর্ক/বিতর্ক করতে দেখেছি নামাজ ও মেডিটেশন নিয়ে। বৌদ্ধ ধর্মে যেমন মেডিটেশনই সব,হিন্দুধর্মেও আলাদা কদর আছে এটার, ইসলামে তেমন কিছু মনে হয় নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




