
আমার দিকটা বলতে গেলে, সমুদ্র থেকেও পাহাড়-পর্বত,বন মানে গাছপালা আমায় টানে বেশি,বিভিন্ন জাতের বৃক্ষের আধিক্ষে ঝোপঝাড় /বনের মতন দেখা গেলে আমি খুব পছন্দ করি; এবং বৃক্ষ নিধন আমাকে মন খারাপ করে দেয় ;পরিচিত বিভিন্ন এরিয়ায় গিয়ে আগের মত বৃক্ষ দেখতে না পেলে মনঃক্ষুণ্ণ হই। ঢাকা শহরের রোডের পাশে গাছগুলোকে দেখলে আমার তাদের জন্মস্থান নিয়ে কথা বলতে ইচ্ছে করে।স্যার জগদীশচন্দ্র বসু প্রমান করতে পেরেছিলেন যে বৃক্ষের অনুভুতি আছে, যা ছোটবেলায় জেনেছি সাথে এও জেনেছি মার্কনী উনার রেডিও প্যাটেন্ট নিজের করে নেয়।
ইকোসিস্টেমে মাটি, ফাঙ্গাস ও প্লান্টের যে কানেকশন সেটা ১৮ শতকের শেষ দিকে একজন বুঝতে পেরেছিলেন যা তৎকালীন সময়ে তেমন গুরুত্ব দেয়া হয়নি, পরে দেখা যায় উনি সঠিক বলেছিলেন, ৯০ শতাংশ প্লান্ট ফাঙ্গাসের নেটওয়ার্কে থেকে বড় হয়,ফাঙ্গাস মাটি থেকে পানি ও পুষ্টি নিয়ে আসে প্লান্টের জন্য। কিন্তু এ ফাঙ্গাস নেটওয়ার্কের বাহিরেও বৃক্ষ থেকে বৃক্ষের মাঝে একধরনের সম্পর্কে গড়ে উঠে যা ভাবতে বাধ্য করা হয় যে , বৃক্ষরা প্রতিযোগিতা করে টিকে থাকে না, সহযোগিতায় টিকে থাকে।
যেমন-বিজ্ঞানীরা ল্যাবে ফাঙ্গাস নেটওয়ার্ক সৃষ্টি করে দুটি পাইন গাছ রোপন করে ও একটিকে ফটোসিনথেসিসের ব্যবস্থা করে দেয়, সময়ের ব্যবধানে দেখা যায় যে পাইন সব সুযোগ পাচ্ছে সে শিকড়ের মাধ্যমে নেটওয়ার্কের ভিতর দিয়েও নিজের থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা শেয়ার করছে। বিজ্জানীদের কিউরীসিটি থেকে তারা ল্যাবে বিভিন্ন প্রজাতির গাছে ভিন্ন ধরনের ফাঙ্গাস নেটওয়ার্কে এক্সপেরিমেন্ট করে দেখলো যে, প্রত্যেক প্রজাতিই অন্যপ্রজাতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়( রিসোর্স শেয়ার করে -অক্সিজেন,নাইট্রোজেন) যেনো ভালোমত বেঁচে থাকতে পারে ;এমনি নিজেদের মধ্য সিগনাল আদান প্রদানও হয় যখন বিভিন্ন ইনসেক্টস এট্যাক হয়, যাএক্সপেরিমেন্ট করা হয়েছে টমেটো গাছের উপর। এমনকি ইকোসিস্টেমে থাকা সবচেয়ে বড় ও বয়স্ক বৃৃক্ষ নিধন করলে পুরো সিস্টেম নেটওয়ার্কে যে বিশৃঙ্খলা দেখা দেয় তা মোটামুটি পরিস্কার হচ্ছে, তাই এই ধরনের বৃক্ষ নিধনে দরকারী পদক্ষেপ নেয়া হচ্ছে।
বৃৃক্ষদের মাটির নিচে এত সুন্দর সম্পর্ক জেনে আমি খুব অবাক হয়েছি, এবং একটু আগে ব্লগেই হাঁসের ফোয়া তৈরীর ব্যাপারটা জেনে খারাপও লেগেছে। সময়ের সাথে বৃক্ষের বির্বতনবাদী আচরণ বিজ্ঞানীরা ধীরে ধীরে বুঝতে পারছে, এবং ফাঙ্গাস নেটওয়ার্ক ন্যাচারালি কীভাবে কৃষিতে প্রয়োগ করা যায় যেন ফার্টিলাইজার ব্যবহার না করতে হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




