
আমার খুব পরিচিত আত্নীয়ের সন্তানের বয়স ৫/৬ বছর হবে, ছেলে সন্তান। ফিন্যানসিয়্যাল অবস্থা এত আহামরি না হলেও, ছেলের বাবা/মা নিজের জীবনের ছোটবেলার অপূর্নতা ঘুচতে ছেলের জন্য খেলনার সাম্রাজ্য গড়ে তুলেছে। সর্ব্বোচ্চ ১০ হাজার টাকার খেলনা থেকে শুরু করে সম্ভবত ১০/২০ টাকার খেলনাও আছে ;খেলনার জন্য একটা রুম বরাদ্দ করা। যাই হোক,আমার কিছু ব্যক্তিগত কারণে উনাদের বাসায় থাকতে হয়েছিলো অনেক দিন,তাই মাঝে মধ্যে আমি উনাদের ছেলে মানুষ করার বিদ্যা বুঝতে চাইতাম, তবে কখনো কিছু বলার প্রয়োজন মনে করতাম না।
গতকাল ছেলেটি ১০/২০ পদের খেলনা সাজিয়ে নেড়েচেড়ে দেখছে, আমি গিয়ে পাশে বসলাম। সাথে ওর বাবাও ছিলো, আমি বললাম ' তোমার অনেক খেলনা আমার তোমার মত অনেক বন্ধু আছে ওদের কোনো খেলনা নেই, তুমি যদি কিছু খেলনা শেয়ার করো ওরা খুব খুশি হবে। তুমি কি দিবে??সে কাঁদো কাঁদো হয়ে ২/৩ মিনিট টোটালি না করলো, এগুলো আমার দেয়া যাবে না, ওরা কিনে নিবে।পরে ওর বাবা কিছু একটা বলাতে সে চিন্তা করতে লাগলো, কত পুরোনো, এখন তেমন পছন্দ নয়, এমন খেলনা দেয়া যায় কিনা। সে কিছু খেলনা দিলো, যেগুলো তেমন খেলার উপযোগী ছিলো না। পরে আমি বললাম, তুমি যদি তোমার পছন্দ থেকে কিছু খেলনা দাও তাহলে ওরা আরও বেশি খুশি হবে, তারপর সে না দেবার জন্য অনেক কথা বলতে লাগলো, যেমন- ওদের বাবা ভালো হলে কিনে দিবে,আমার খেলনা ভেঙে গেলে আমার খারাপ লাগবে এমন টাইপ। সে নিজের কিছু পছন্দের খেলনা বের করে সাজালো, তবুও সেখান থেকে কিছু দিলো না, আম্মু নাকি কিছু বলবে,আম্মুকে জিঙ্গেস করতে হবে।
আম্মু থেকে পারমিশন নিয়ে এসে, কিছুটা খেলার উপযোগী খেলনা দিয়ে বললো , ওদের দিও এবং খেলা শেষে রাতে নিয়ে আসবে।আমি তো বললাম,এগুলো দিয়ে দিলে আনা যাবে না এবং সে বললো "আম্মু আমাকে বকা দিবে। আমার যতটুকু মনে পড়ে, একবার এক বাচ্চা ওর সাথে খেলতে আসায় ওর আম্মু খেলনা লুকিয়ে রাখতো,কারণ বাচ্চাটি নাকি নিজের বাসায় নিয়ে যায়,পুরোনা ভাঙা খেলনা বের করতো এবং পরে বাচ্চাটির আম্মুর কাছে গিয়ে গল্প করতো ওরা খুব ভালোমত খেলনা দিয়ে খেলে, নতুন খেলনা পেলে উৎসাহী হয়,;তবে বাস্তবতা তেমন ছিলো না মোটেও। কিন্তু আমি গতকাল উনাদের প্যারেন্টিং স্কিল সম্পর্কে একটু ধারণা পাওয়া গেলো, যা ৫/৬ বছরের পরিশ্রমের ফল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




