বাঙালীদের ট্রলের হট কেক হলো "উগান্ডা নামক দেশটি ; এই দেশ নিয়ে ট্রলের জোয়ার শেষ হয়ে ভাটার দিকে পড়েছে। কিন্তু দেশটিতে এলজিবিটিকিউ / সমকামী বিরোধী আইন পাস করা হয়েছে ' ধরা পড়লে যাব্বজীবন এবং বারবার ধরা পড়লে মৃত্যুদন্ড। ঐ দেশের মানুষের চাহিদার প্রাপ্ত আইটেম ছিলো এই আইন। তবে বাইডেনের নিন্দার পর বিশ্বব্যাংক ঠিক করেছে ঋণ দেয়া বন্ধ; আগে আইনে নজর দেও তারপর দেখা যাবে। দেখা যাচ্ছে, কামনার খাতিরে পুরো বিশ্ব বিপক্ষে যাচ্ছে ; এদিক থেকে তালেবান ও কিম জন ঠিক থাকে, বিশ্ব বিপক্ষে গেলে যাক।
নিউটনের প্রিজমের মাধ্যমে রঙধনুর ৭ রঙ বের করেছিলেন ; এলজিবিটিকিউ পতাকা দেখলে তাই মনে হয়,শুধুমাত্র একটা রঙের কমতি আছে।বাচ্চারা পতাকাটা দেখলে কালার শিখবে সহজে ; তবে এই পতাকা হাতে বা কাধে ঝুলিয়ে ঢাকার রাস্তায় হাটা যাবে? মুসলিম দেশগুলোতে এসব নেই, বরং নিন্দা জানাতে সবাই গোল টেবিলে বসতে ইচ্ছুক। সমকামী,উভকামী বা রুপান্তকামী মানুষজন বা তাদের সাপোর্টার দেশে পাওয়া সম্ভবনা কেমন? সাইকোলজিস্টের মতে, একজন মানুষের ভেতর নাকি নারী/পৃুরুষ দুটি সত্তাই নাকি বিরাজ করে; সেই বিরাজ থেকেই কি পতাকা পর্যন্ত গিয়েছে, আন্দোলন করেছে?।বিশ্বব্যাংকের ভারতীয় অজয়ের নিজ দেশের খবর কি জানেন, মাঝেমধ্যে পতাকা হাতে রাস্তায় ভিড় করতে দেখা যায়।
আমি কয়েকজনের সেক্সুয়াল ফ্যান্টাসি ও এক্সপেরিয়ান্স শুনেছিলাম,২/১ জনকে আমার উভকামী মনে হয়েছে, তবে তারা নাকি সমকামী বিরোধী, ধর্মের বাইরে কিছু করতে রাজি নয়। কিন্তু ভেতরে কি লালন করছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই,এজন্যই হাতে পতাকা উঠে না; গোপনে চলতে থাকুক। বিশ্বব্যাংকও না জানুক ;ঋণ লেনদেন চলুক ; বিশ্বব্যাংক না থাকলেও কি, ওদের ছাড়াই আমরা পদ্মাসেতু বানিয়েছি- এটা উগান্ডাকে জানানো দরকার।