আমাদের ব্লগার স্বপ্নবাজ সৌরভকে আপনি চিনেন? পুরোনো ব্লগার, যুগ কাটিয়ে দিয়েছে ব্লগে। কেউ কেউ উনার সাথে ডিরেক্ট দেখাও করেছিলেন, তার মধ্যে আমি একজন। উনার পোস্টে উনি নিজের অতীত স্মৃতিচারণ করতেন,প্রায়ই বলতেন উনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন উনার বাবা ; তিনি ছিলেন একজন হেডমাস্টার, যেন আজীবনের হেডমাস্টার।
দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল রাতে উনার বাবা মারা যান।একটু আগে উনি আমাকে ফোন দিয়ে উনার বাবার জন্য দোয়া চেয়েছেন,উনার ভয়েসটা ফোনে কান্নাবিজরিত ছিলো, উনি হয়তো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হারালেন, আশা করি উনি শোক কাটিয়ে উঠবেন এবং নিজের বাবাকে নিয়ে লিখে আমাদের জানাবেন।আপনারা যারা উনার সাথে কানেক্টেড আছেন, নিশ্চই যোগাযোগ করবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭