আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?- এই গানটা খুব সুর করে গাইত সে। আমার খুব ভাল লাগত। ভাল লাগত তার কণ্ঠ, গানটা। তার চেয়েও বেশী ভাল লাগত এই ভেবে যে, সে এই গানটা আমাকে উদ্দেশ্য করেই গাইত।
একবার অনেকদিন ধরে তার সাথে কোন যোগাযোগ ছিল না। যেখানে বসে সে আমার জন্য অপেক্ষা করত, আর গান গাইত আমার অপেক্ষায়, আমি অনেকদিন সেখানে গিয়ে আনমনে দাঁড়িয়ে থাকতাম, যদিইবা সে আসে।
একদিন জানতে পারলাম সে এসেছিল। ওরা বলল। কয়েকবারই এসেছিল। দূর্বাঘাসের নরম চত্বরে তার পায়ের চিহ্ন পড়েছিল। আমার বুকটা হুহু করে উঠল। সে গোপনে এসে গোপনেই চলে গেল বলে। সে কি তার ঐ অপেক্ষায় থাকার গানটা গেয়েছিল? কেউ কি শুনেছিল তার কণ্ঠমাধুরি?
আমার খুব কষ্ট হয় আজকাল। আমি খুবই অপেক্ষায় থাকি। অপেক্ষায় থাকি। আমার বোবা দীর্ঘশ্বাস কেউ দেখে না।
আমি কার জন্য পথ চেয়ে আছি, আমার কি দায় পড়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




