আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে বাংলাদেশে আজ থেকে সোনার দাম বেড়েছে। ডলার ব্যবসার মাধ্যমে আয় করার জন্যে এ সম্পর্কিত একটি গাইড লাইনে আমি আরও ৫ বছর আগে একটি ব্লগ লিখেছিলাম, যেখানে তেলের দাম, সোনার দাম, এবং ডলারের দামের ঊঠা নামার সম্পর্ক নিয়ে লিখে ছিলাম। লিখাটি এখানে দেখতে পারেনঃ ডলার ব্যবসার মাধ্যমে আয় করুন - জানুন কিভাবে করতে হয়।
নিকট ভবিষ্যতে সোনার দাম আরেক দফা বাড়তে পারে, তবে তা তেলের দামের কারনে নয়, বরং ডলারের দাম কমে যাওয়ার কারনে। আন্তর্জাতিকে বানিজ্যে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস জনিত রিকভারি ইন্টারভেনশনের একটি অন্যতম মাধ্যমে হবে কোয়ান্টিটিভ ইজ। অর্থাৎ যুক্তরাষ্ট্র ডলার প্রিন্ট করে তার ঘাটতি পুরুন করতে পারে (বা করবে), এই সম্ভাবনায় (বা কারনে) ডলারের দাম কমে যেতে পারে। এই খানে অন্যান্ন কারণও এর সাথে জড়িত, যেমন, ভারত চীনের যুদ্ধ লাগলে ডলারের দাম বাড়তে পারে। কারণ ভারত চীন যুদ্ধে যুক্তরাষ্ট্র লাভবান হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ রাত ১:৩২