মিডিয়াকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ হচ্ছে প্রশাসন, আইন বিভাগ, এবং বিচার বিভাগ। গনতান্ত্রিক রাষ্ট্রে এই তিন বিভাগ পারস্পরিক জবাবদিহিতার মাধমে পরিচালিত হয়, যেখানে আইন এবং বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন থাকে। আর এই তিন বিভাগকে জনগণের সামনে জবাবদিহিতার জন্যে দাড় করায় মিডিয়া।
গত ১৫ বছরে বাংলাদেশ রাষ্ট্রের প্রথম তিনটি স্তম্ভ আগেই রাজনৈতিক ভাবে কলুষিত হয়ে গিয়েছিল। এবার তরুণদের বৈষম্য বিরোধি আন্দোলন দালাল মিডিয়াকে পুরোই উলংগ করে দিয়েছে। কোন দলীয় প্রচার বিভাগও সম্ভবত এত নেংটা ভাবে কাজ করেনা, যেভাবে বাংলাদেশের মিডিয়া কাজ করছে।
এডিটরস গিল্ডের উদ্যোগে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও হেড অব নিউজেরা নিজেদের মাথার বুদ্ধি আর পরার কাপড় জমা দিয়ে এসেছে। সুতরাং মিডিয়ায় এখন যা বলবে, জেনে নিবেন ঘটনা তার উল্টো।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




