ইসরায়েল / আমারিকা শক্তির পক্ষ থেকে এই যুদ্ধ বিরতির ঘোষনা কি শুধু আরেকটি যুদ্ধের সর্বাত্তক প্রস্তুতি না সত্যিকারের যুদ্ধ বিরতি তা বুঝতে হলে কমপক্ষে ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। খবরে প্রকাশ, ইসরায়েলের যুদ্ধের রশদ শেষের দিকে। তাদের হাইফা বন্দর বন্ধ, হাইফা দিয়েই তাদের ৮০% আমদানী রপ্তানী হয়। ইসরায়েলীরা নৌ পথে সাইপ্রাস হয়ে পালাচ্ছে। ইরান আভ্যন্তরীন ভাবে অনেকটাই স্বয়ংসম্পূর্ন। ইরাণের পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলগতভাবে বেশী সুবিধাজনক। কিন্ত বর্তমান অবস্থায় ইরানের জন্যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুনরবিন্যাস, প্রতিরোধ, এবং প্রতিআক্রমনের ক্ষমতা অর্জন গুরুত্বপূর্ন। বাস্তবিক অর্থে এইযুদ্ধে ইসরায়েলের বিজয় অসম্ভব।
সামগ্রিকভাবে, ইরানের পারমানবিক স্হাপনায় আমেরিকার আক্রমণ এবং ইরানের প্রতিউত্তর এটি ট্রম্পের সাথে ব্যাকডোরে কাতারের মাধ্যমে একটি সাজানো ঘটনা বলে মনে করি। এতে ইরাণ বা আমেরিকার বড় ক্ষতি হয়েছে বলে মনে করিনা। এটি যুদ্ধের এক্সিট কৌশলের অংশ হিসাবেই কার্যকর করা হয়েছে বলে মনে করি। আগামী ২ সপ্তাহ পরেই প্রকৃত অবস্থা বুঝা যাবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


