আজকের খবরের কয়েকটি দৃশ্য ছিল এমন.....
দৃশ্য-১ সকালের খবর
সরকার সোহরাওয়ার্দী উদ্যানে নিমির্ত স্মৃতিসৌধের গ্লাস টাওয়ার নিমার্ণের জন্য ১৯২ কোটি টাকা পুনরাই বরাদ্দ দেবে।
অপর এক খবরে উত্তর অঞ্চলে আবারো মঙ্গা আশংকা এবং সরকারী উদো্যগ যথেষ্ঠ পরিমান নয় বলে মন্ত্রীর অভিযোগ।
দৃশ্য-২ দুপুরের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র নিহত ১ আহত অসংখ্য। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারী কলেজ। ছাত্র-ছাত্রীদের আরও ক্যাম্পাসে থাকার মেয়াদ বাড়ল অর্থাৎ তাদের পোড়াকপাল আরও পুড়ল।
অপর এক খবরে নগর পিতা খোকা মিয়ার তার মেয়াদের বুড়ো বয়সে অভিযোগ ৯১ সাল থেকেই কেউ রাজধানীর উন্নয়নে বাস্তব সম্মত পরিকল্পনা নেয়নি তাই আজ এই বেহাল দশা।
দৃশ্য-৩ দুপুরের খবর
দাউ- দাউ করে জলছে দেশের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স বসুন্ধারা সিটি । উদ্ধার কমীর্দের প্রানন্ত অসহায় চেষ্টা।
দৃশ্য-৪ রাতের খবর
প্রয়োজনীয় সরাঞ্জমাদী না থাকায় ১৫ তলার উপরের আগুন নেভাতে পারছেনা এতে ক্ষয় ক্ষতির পরিমান বেড়েছে এবং সময় লেগেছে বেশী।
ফায়র সর্ভিস এর যে মধ্যযুগীয় যন্ত্রাংশ যা বতর্মানে আমাদের মেগাসিটিকে রক্ষা করতে পারবেনা তা ২বছর আগে NTV ভবনের আগুন দেখিয়ে দিয়েছে।
এখন আমাদের করনীয় কী –
চুপচাপ বসে উপরে তাকিয়ে আল্লা আল্লা করব..... অথবা প্রতি মাসে মাসে জাতীয় শোক পালন করব আর বাপ-দাদর কবরে ফুল দিয়ে নিরবে দাড়িয়ে মনে মনে বলব- তোরা গেছিস খুব ভাল দিনে ভাল ভাবে গোছিস, আমরা এখন এ কোন বিপদে এসে পড়লাম।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




