বিশ্বের যেসব দেশে PR পদ্ধতিতে নির্বাচন হয় (বা আংশিকভাবে):
সম্পূর্ণ PR পদ্ধতিতে:
১. ইসরায়েল
২. নেদারল্যান্ডস (Netherlands)
৩. ডেনমার্ক
৪. নরওয়ে
৫. সুইডেন
৬. ফিনল্যান্ড
৭. সুইজারল্যান্ড
৮. বেলজিয়াম
৯. পর্তুগাল
১০. অস্ট্রিয়া
আংশিক বা মিশ্র PR পদ্ধতি:
(যেখানে PR পদ্ধতির সাথে FPTP বা অন্য কোনো পদ্ধতির সমন্বয় রয়েছে)
১. জার্মানি – Mixed Member Proportional (MMP)
২. নিউজিল্যান্ড – MMP
৩. দক্ষিণ আফ্রিকা – জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে PR
৪. ইতালি – একটি মিশ্র ব্যবস্থা
৫. জাপান – কিছু আসনে PR
৬. দক্ষিণ কোরিয়া – কিছু আসনে PR
৭. রাশিয়া – কিছু আসনে PR
৮. হাঙ্গেরি – মিশ্র পদ্ধতি
৯. পোল্যান্ড – মূলত PR ভিত্তিক
১০. ইন্দোনেশিয়া – PR ভিত্তিক
কালকে অবশ্য চরমোনাই পীর সাহেব কইছে, যে পিআর বুঝেনা তার রাজনীতি করার দরকার নাই। বিশ্বের এই দশ বিশটা দেশ ছাড়া বাকিরা কি রাজনীতি ছেড়ে দিবে কিনা হুজুর অবশ্য সেটা স্পষ্ট করেননি। হুজুর মুরিদদের কাছ থেকে যে দান দক্ষিণা পান সেটা কি পিআর পদ্ধতিতে নেন কিনা তাও তিনি ক্লিয়ার করেন নাই।
আমি অবশ্য এইসব পিআর টিআরে নাই। আমার কথা হইলো আমার এমপি আমি ভোট দিয়া ঠিক করুম। এলাকার সুবিধা অসুবিধা হইলে তারে গিয়া ধরুম, খারাপ করলে গাইল দিমু। আমরা যারা দলকানা না, অন্ধ কোনদলের সমর্থক না তারা তো এলাকার এমপি প্রার্থী কে হইছে, তার স্বভাব চরিত্র কেমন তা দেইখা ভোট দেই। আমরা দল দেইখা অন্ধের মত দলের মার্কায় ভোট দেইনা। আমাদের ভোট প্রার্থী অনুযায়ী বদলায়। তাইলে পিআর হইলে আমরা কারে ভোট দিমু??
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



