মা......
মাগো, তোমার মুখটা কেন জানি বারবার দেখতে ইচ্ছে করে আমার...
আমি যখন একা থাকি তখন তোমার কথা খুব বেশি মনে পড়ে মা...
তোমাকে বারবার ‘মা...’ বলে ডাকতে ইচ্ছে করে...
ছোট বেলায় আমি যখন একা একা খেতে পারতাম না,
তুমি আমায় মুখে তুলে খাইয়ে দিতে মা...
মাগো তোমার হাতের রান্না আমার কাছে অমৃত লাগে...
মাগো তুমি যখন তোমার আচল দিয়ে আমার মুখ খানি মুছে দিতে,
কি যেন এক স্বর্গীয় পরশ অনুভব করতাম আমি...
তোমার আচলে এত মায়া কেন মা...
তোমার হাত টা আমার মাথায় রাখবো বলে...
আমি মাথায় তেল দেয়ার বায়না ধরতাম মা...
সারাটা জীবন তোমাকে দেখেছি অন্যের সেবায় ব্যস্ত থাকতে...
রান্না ঘরেই কাটিয়ে দিলে তুমি তোমার প্রায় সারাটা জীবন...
অন্যের জন্য রান্না করলেও তোমাকে আমি কখনই মনযোগ দিয়ে খেতে দেখিনি মা...
তোমার ছেলে-মেয়ে কি খাবে, কি পড়বে এই চিন্তায় সবসময় ব্যস্ত থাক তুমি...
আমার জীবনের অনেক গুলো বছর আমি তোমার কাছ থেকে দূরে আছি মা...
জীবিকার প্রয়োজন আমাকে অনেকখানি বঞ্চিত করেছে তোমার স্নেহ থেকে...
আমি জানি, তোমারও মন পুড়ে আমার জন্য...
তাইতো শুধু বারবার আমার খোঁজ নাও...
আমি বাসায় গিয়ে যখন তোমার মুখখানি দেখি,
আমার কি যে ভাল লাগে মা...
আমি তা তোমাকে বোঝাতে পারব না মা...
আমি জানি, আমি যখন বাড়িতে ছুটি কাটিয়ে ফিরে আসি...
আমকে বিদায় দেয়ার সময় তোমার চোখের কোনে জল জমে যায়...
আমারও তো ফিরে আসতে ইচ্ছে করেনা মা...
মগো তুমি এত আদর কেন কর কেন মা...
মাগো আমি আর কিছু চাই না...
সারাটা জীবন তোমায় আমি ‘মা...’ বলে ডাকতে চাই!!!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




