২০ শে ফেব ২০০৬ এ লিখেছিলাম এই লিখা।আজ আর কষ্ট করার ইচ্ছা নাই। শ্রীলংকার বদলে আয়ারল্যান্ড বসিয়ে পড়ুন।
আপনাকে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়ার পরও যদি ল্যে পেীঁছাতে না পারেন তবে ব্যাপারটা কি দাঁড়ায় ।আমার মতে, হয় আপনার সামথ্যর্ের সীমাবদধতা অথবা দায়িত্ব সম্বন্ধে উদাসীনতা ।আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ।
শ্রীলংকার সাথে প্রথম ওয়ানডে দেখে আমার মনে হয়েছে সামথ্যর্ের সীমাবদধতা অথবা দায়িত্ব সম্বন্ধে উদাসীনতা এ দুটো বিষয় নিয়ে ভাবা দরকার
দায়িতপ্রাপ্ত কর্তাদেরও ।
সম্ভাব্য সব ধরনের সুযোগ সুবিধার মোটামুটি ব্যবসথা জাতীয় দলের আছে ।
শ্রীলংকাকে বিশ্বকাপ জেতানো কোচ ও এখন আমাদের ।একখান মনসতাতি্বক এর ব্যবসথাও করা হয়েছে যা আগে ছিলনা ।
তারপরও আমাদের ফলাফল টা কি ? এটা কি তবে সামথ্যর্ের সীমাবদধতা ?
প ন্টিং রা আমাদেও নিয়ে কিছু বললে গা জ্বলে যায় ,এ বলা বন্ধ করা যাদের
দায়িত্ব তাদের কি অনুভূতি সেটা খুব জানতে ইচ্ছা হয় ।প্রতি খেলায় জিততে
হবে এমন দাবি আমি করছিনা কিন্তুু , খেলার প্রতি কমিটমেন্ট,কোন স্তরে এটাত খেলোয়াড়দের শরীরি ভাষায় প্রকাশ পাওয়া চাই ?
বড় দল হারলে বলা হয় দিনটা ওদের ছিলনা । বীজয়ের দিনগুলো নিয়ে আমরা কি বলব , দিনটা ওদের ছিলনা বলেই কি তবে আমরা জিতেছি ।
ভুল করে কেউ খারাপ খেললে আমরা জিতব এটা মেনে নিতে ইচ্ছা হয়না ।
আমাদের সামথ্যর্ের সীমাবদধতা এটা ও মেনে নেয়া ঠিক হবেনা যেখানে অনেকেই আমাদের সামথ্যর্ের ব্যাপারে শিউর যে এটা আমাদের আছে !!!
দিনটা ওদের ! কিন্তু ু আমরা তা আমাদের করে নেব এমন পণ আমাদেও খেলোয়াড়দের মাঝে কি আছে ??
দায়িত্ব সম্বন্ধে উদাসীনতা এ ব্যপারটা হতে পারে মূল কারন ।অনতত গতকালের খেলা দেখে এটাই মনে হয় । আফতাব আশরাফুল তারা নিজেরা কি কখন ও ভাবে পুরো দেশ আমার দিকে তাকিয়ে আছে ? এটা খুব জানতে ইচ্ছা হয় । খেলা দেখেত মনে হয়না তারা ভাবে । ভাবখানা এমন আমার মত আমি খেলব কোন দায়িত্ব নিয়ে ভাবতে যাব কেন ??
কমিটমেন্ট এর ব্যাপারটা ওদের মাঝে কে জাগিয়ে দেবে ।
আবার মাশরাফি রাসেল রফিক ওদের কাজত ঠিকই করেছে ! কমিটমেন্ট এর অভাব ছিল বলে মনে হয়নি ।
সমস্যাটা মনে হয় আমরা এখন ও একটা দল হিসেবে খেলাটা শিখে উঠতে পারিনি । এর পরিএান কি ??
আর কতকাল বলব আমরা এখন ও শিখছি , শিখার বাকি অনেক কিছু ?? কবে থেকে আমরা দায়িত্ব নিয়ে, দেশের জন্য এই বোধ নিয়ে খেলতে শিখব !!
নাকি এটা মেনে চলব .................
শিখার কোন শেষ নেই
শিখার চেষ্টা বৃথা তাই ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


