বাবা তুমি বলেছিলে
মানুষ করবে তোমার খোকাকে।
কিন্তু তুমি চলে গেলা তোমার খোকাকে ছেড়ে।
একেলা রেখে এই বিশাল ভুবনে
সেই অচেনার দেশে।
মা, সে ও তো গিয়েছে সেই কবে
তুমি বোধ হয় অনেক বেশী ভালবাসতে মাকে
তাইতো তুমি চলে গেলে তারই কাছে।
একটি বারও ভাবলে না
তোমাদের এই খোকার লাগি
কেমনে খোকা বেঁচে থাকবে তোমায় ছাড়ি?
যতই দূরে থাক তোমরা
ভুলেনি তোমাদের খোকা।
মানুষ যদিও হতে পারেনি
অন্তত অমানুষ তো হয়নি।
প্রতি পলকে তোমাদেরকে স্বরনে রেখে
মুক্ত আছে সকল অন্যায় অবিচার থেকে।
আজি এই পত্রখানি লিখলাম আমার ব্লগে
জানি না পৌঁছবে কিনা তোমাদের কাছে।
তোমাদের অভাব পূরন হয় নাই
আর হবেও না ইহ জগতে
তোমাদেরকে সর্বক্ষণ মনে পড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




