প্রথমে পরিচয় হলো সকিনার সাথে,
ভালবাসতে পারিনি তারে টেরা চোখি বলে|
সকিনাই করাল পরিচয় তোমার সাথে,
মজেছিনু প্রেমে তোমার ডাগর নয়ন দেখে|
তোমার ঐ বাঁকা ঠোটের মিষ্টি হাসি,
আর কোকিল কন্ঠি মধুর বচন,
আজো আমার হৃদয়ে অমলিন|
তোমার প্রেমের রস নিঃসৃত হয়ে,
পড়তে লাগল আমার হৃদয় পটে|
সেই রস দিনে দিনে গাঢ় হয়ে,
চিটা গুড় হল অল্প দিনের ব্যাবধানে|
কিছু দিন পরে লক্ষ করলাম হঠাৎ,
তোমার প্রেমের রস নাই আগের মত জমাট|
বরফের মত গলে গলে পুঃন রস হয়ে,
পড়িতেছে অন্য যুবকের হৃদয় পটে|
দেখিয়া আমার কোমল হৃদয় খানা,
চৌচির হলো ফাটিয়া ফাটিয়া|
বিয়ে করে সেই যুবকে বাধিলা ঘর,
আর কোন দিন নিলানা আমার খবর|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




