আমি পদদলিত করিনা-
ছিঁড়ি না; আর পোড়াই-ও না কারও ধর্মগ্রহ্ন।
আঁকি না অন্য কোনও ধর্মীয় প্রবক্তার-
বিকৃত মুখাবয়ব, কার্টুন।
ভয়-লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার;
আমার নেই কোনও কোটি ডলারের মিশন-
বিশেষ সার্ভিস; এজেন্ট কিংবা খুনে বাহিনী।
আমার দেশেই চীন-কোরীয়-জাপানী-ভারতীয়’রা;
হরহামেশা-ই খায় নানা জীব-জন্তু, পশুপাখি-
যা আমার কাছে হারাম; তথাপিও আমি
কুপিয়ে-পিটিয়ে হত্যা করিনা তাদের !
আমার দেশের-ই অক্সিজেন টেনে;
আমার দেশেই খেয়ে-বেড়ে উঠে;
শুধুই আমার ইসলাম ধর্ম নিয়ে;
ওদের কতই না নীচ রচনা;
আর মিথ্যার বেহায়াপনা !
ছি! কি শিক্ষা ওদের !!
ইতিহাস না পড়া কতই-না মূর্খ এরা !!
চরম ধৈর্য আর ত্যাগের পরম্পরায় আমি-
মুসলিম; চিরকাল-
চির গর্বিত এক জাতি !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


