আমি যত আমাকে দেখি খুব সুন্দর লাগে
আয়নায় দেখি সুন্দর লাগে
কল্পনায় দেখি সুন্দর লাগে
মানুষের মাঝে দেখি সুন্দর লাগে
পাপের পর প্রায়শ্চিত্তে দেখি সুন্দর লাগে
শিশুর সামনে দেখি সুন্দর লাগে
অগোছালো উস্কোখোস্কো দেখি সুন্দর লাগে
গভীর রাতে একা দেখি সুন্দর লাগে
মানুষের ভীড়ে দেখি সুন্দর লাগে
প্রেয়সীর সামনেও আমি আমাকেই দেখি
সুন্দর লাগে।
আমি আমাকে নিবিড়ভাবে দেখি
মায়ের চোখে আমাকেই দেখি সুন্দর লাগে
সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন দেখি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আপন মনে আমাকে দেখছেন।
আমি আমার অবহেলা আর অপরাধের পরও পেয়েছি ক্ষমা।
সুন্দর লাগে ভীষণ।
লীন হতে হতে আমাকেই দেখি আমি
সুন্দর লাগে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ২:৩৬