
একদিন উত্তাপ জেনে যাবে মেঘের জল,
শরীর! রাখবে কি স্মরণে?
নক্ষত্রের ধ্বনি-প্রতিধ্বনি মথিত নিঃশ্বাস!
ঘৃণা কি ভুলে যায় কালের কলস?
যায় কি ভুলে অতৃপ্ত আহ্বান!
রাখালি বাঁশি
বাঁশির সুর!
দ্বিধায়-অভিমানে ছোঁয়ে-ছেনে আহত ফুল।
মধুর সুর গেলে ভেঙ্গে!
ফুলের কি এসে যায়!
ভ্রমরার অতৃপ্ত আর্তনাদে!
ফুলের কি এসে যায়!
কি এসে যায়!
উত্তাপে উষ্ণ পাখির ডানা,
ওম-তা দেয়া সোনালি ডিম,
কে রাখে মনে মথিত চুম্মন শেষে-
মেঘের রোম রোম কোমলতা!
কে রাখে মনে প্রিয় ফুল ঝরিলে?
কে রাখে মনে রাখালি বৃষ্টি-ঝড়!
কে রাখে মনে দৃশ্যের শেষ দৃশ্য!
আমি তার গড়ে যাই আগামীর ওম।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



