1. ভিডিও ক্যামেরা
ক্যানন এমভি 700 একটি ভিডিও ক্যামেরা। এর দাম 35000টাকার মতো। তবে এর চেয়ে দামে সস্তা এবং ভাল মানের ক্যামেরা বাজারে অনেক আছে। ছবি বানানোর জন্য খুব বেশী দামী ক্যামেরার প্রয়োজন নেই। যা খেয়াল রাখতে হবে যেন ছবি সরাসরি হর্ড ডিস্কে সংরক্ষণ হয় এবং ছবির রেজু্যলোশন ভাল হয়। অপটিক্যাল জুম একটা বড় ব্যাপার। এটা যত বেশি হবে ততই ভাল। এবং মনে রাখতে হবে, ভাল ছবির জন্য ভাল ল্যানস গুরুত্বপূর্ণ।
2. ক্যামেরার সাথে অন্যন্য জিনিষ পত্র
ছবি করার জন্য ট্রাইপয়েড খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্যামেরার নড়াচড়া ছবিতে দৃশ্যমান হলে সেটাই খুবই বাজে একটা ব্যাপার। এটা তেকে রাক্ষা পেতে ট্রাইপয়েড এর গুরুত্ব অপরিসীম। লং সট, যেখানে অনেক সময় ধরে রেকর্ড করতে হয়, সেখানে এ ধরনের যন্ত্র ছাড়া কোন উপায় নেই। ট্রাইপয়েড এর পরিবর্তে স্টাবিলাইজার ব্যবহার করা যায়। যেটা গায়ে পড়ে নিতে হয। এতে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু এটা বেশ দামী।
3. কম্পিউটার
ছবি সম্পাদনা করার জন্য কম্পিউটার প্রয়োজন। এবং বেশ ভাল কনফিগারেশন সম্বলিত পিসি-ই দরকার। রেন্ডারিং , সম্পাদানার মতো কাজ করতে হয় বলে এব প্রসেসর ক্ষমতা বেশি থাকতে হয়। র্যাম পারফরমেনেসর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া হার্ডডিস্কে বিশাল পরিমাণ খালি জায়গা থাকতে হয়। তাই যত বড় হার্ডডিসক হবে ততই ভাল। কমপক্ষে 120জিবি। র্যাম 1 জিবি। ভাল গ্রাফিক্স কার্ড। আর মনিটর বড় হলে বেশি জায়গা পাওয়া যায় এবং কাজ দ্রুত করা যায়।
4. সম্পাদনা প্রোগ্রাম
সম্পাদনা করার জন্য বাজারে অনেক প্রোগ্রাম আছে। কিন্তু সবচেয়ে সহজলভ্য হলো উইন্ডোজ মুভি মেকার। এটা উন্ডোজ এর সাথে বিলট-ইন আসে। ফলে এটা ফ্রি পাওয়া যায় উইন্ডোজ এর সাথে। শুরু করার জন্য এটা বেশ ভাল এবং কেউ কেউ এটা দিয়েই দুরন্ত কাজ করে দেখায়। কিন্তু বহুল ব্যবহ্রত প্রোগ্রাম হলো এডোবি পিমিয়িার প্রো। এটার 2.0 ভার্সন এখন বাজারে। প্রফেশনাল কাজের জন্য বেশির ভাগ ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কিন্তু এটা বেশ ব্যয়বহুল ও অভিজ্ঞ ব্যবহার কারীদের জন্য । বাজারের অন্যান্য প্রোগ্রাম গুলোর মধ্যে পিনাকল স্টিডিও ও ইউলিড প্রো অন্যতম।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




