সাধু বললো এর জন্ন তোকে অনেক কিছু করতে হবে, মহিলা বললো তুমি জা বলবে আমি তাই করবো, সাধু তখন বললো তালে আমাকে তোর ঘরে নিয়ে চল, নিয়ে গ্যাল, প্রথমে সাধু বললো যা এবার ভালো করে মুখ হাত ধুয়ে আয়, তার পর বললো তোর ছেলেকে ঠিক করতে 5 হাজার টাকা লাগবে, মহিলা তখন বললো বাবা আমার কাছে এতো টাকা নাই সাধু বললো কতো টাকা আছে বললো 2 হাজার টাকা আছে , যা তালে যত টাকা গয়না গাটি আছে সব এক জাগায় এনে রাখ, মহিলা আনলো, তারপর সাধু বললো, এবার যা বাজার থেকে একটা লাল সারি নিয়ে আয়, আর একটা বড় মাটির হারি নিয়ে আয়, মহিলা আনলো, তার পর সাধু বললো এবার শোন তোর ছেলে তো ঠিক হয়ে জাবে যা এবার আমার জন্নে ভালো করে একটা পান নিয়ে আয়, মহিলা জখন পান আনতে গেল সাধুতার সব টাকা গয়না সব নিয়ে সারির মদ্ধে ইট পাথোর ভরলো আর হারিতে বড় একটা সাপ রেখে সব জিনিস নিয়ে চলে গালো.......। মহিলা এসে দেখে তার কিছু আর নেই হারিটা খুলতেই সাপটা বেরিয়ে পাসে নিম গাছ ছিলো , গাছে উঠে গালো...........।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




