বিবিক্ত স্রোতে ভেসে যাবার প্রবল গতিতে
মাথা উঁচু করে বেগুনী আকাশকে দেখেছিল তরুণ ডলফিন
যেন একটা বিস্মিত প্রশ্ন উঁকি দিয়ে মিলিয়ে গিয়েছিল নদীর জোয়ারে
একটা সদাবিচ্ছিন্ন সি্নগ্ধতা ছুঁয়ে দূরে বহুদূরে
পৃথিবীর এ প্রান্তে তখনো বেজে চলেছিল আদিম সিম্ফোনী
একটানা, অবিরাম;
বারবার শেষ হয়ে আবার শুরু হওয়া
বারবার শুরু হয়ে ইচ্ছে করে থেমে যাওয়া
এদিকে মহানগরের শ্রান্ত রাজপথে জমে উঠছিল
জনশূণ্যতার কষ্টকর হাহাকার
অনভ্যস্ত শান্তির বিস্রস্ত ঘোর-বিকার
খুঁটিতে ঝুলতে থাকা তড়িৎ তারে বিযুক্ত ছিল কতিপয় সতর্ক কাক
আর কোষে জ্বলে ওঠা আগুন নিয়ে চড়ুই জড়িয়ে ছিল তার মেঘময় শুভ্র স্কার্ফ
এরপর ?
গল্পটা শেষ হয়ে যেতে পারে এখানেই
অথবা পরস্পর প্রতিজ্ঞা করতে পারি
জীবনের টার্মিনালে আমরা বারবার মিলব এভাবেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



