দাম্পত্য যেনবা দুই ফটোগ্রাফারের আপ্রাণ স্ন্যাপশট
নিজেদের অস্তিত্বের অস্থি
নিজেদেরই জানান দিচ্ছেন যেন
আমরা কিন্তু আমরাই
আর কত না হাততালি
যেনবা জেসাসের পেরেক খাওয়ার পর থেকে পুরো মানবকূল
প্রতীক্ষায় ছিলেন দুজন নারী পুরুষের একত্র হবার
যেনবা স্বর্গ থেকে নেমে আসছেন নতুন ইভ আর এ্যাডাম
বিয়ে, এত হাইপের হল কবে?
ছবি ভালো-খারাপের সাথে উঠছে নামছে দাম্পত্যের সাফল্যের পালক
কতগুলো লাইক শেয়ার আর কমেন্ট এল গুণছেন অবিরাম
কত জুটি হাত ধরতে ভুলে গেছেন
এবারে সমুদ্র পাড়ে গিয়ে দেখলাম
যদিও তারা শিখেছেন বেশ, ছবি তুলতে
নিজেদের
আর সন্তান,
কম্পিটিশনে জেতা প্রাইজ, নতুন তারকা
পেছনে সমুদ্র ক্রমশ ম্লান
দলবেঁধে জুটি জুটি হয়ে তারা চাষ করছেন স্ন্যাপশট
ফসল তারা তুলবেনই তুলবেন
আর বিক্রী করবেন সামাজিক বাজারে
যদিও চুমুগুলোও অপেক্ষায় ছিল
যা আর হবেনা আদান প্রদান
ফেনাফেনা হয়ে ভেসে যাবে
যতদিন বাজারে না আসে নতুন ট্রেন্ড
সেবার তারা করবেন চুমুচাষ
আর বিক্রী করবেন সামাজিক বাজারে
ছবিতে ছবিত সঙ্গম হবে, হবে ঈর্ষা
কাম আর বিচ্ছেদ
এবারে সমুদ্রে গিয়ে দেখলাম
ছবিরা থাবড় মেরে ছোট করে দিচ্ছে মানুষেরে
শরৎ চৌধুরী, ২রা মে ২০২৩, ঢাকা।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৩ রাত ১০:৫৪