তার কুচকানো চামড়ার আঙ্গুলে ধরা তুলিতে,
সব আঁধার ভেঙ্গে তৈরি হচ্ছে আলোর ক্যানভাস ।
সূর্য দেবতার ছবি !
এত জীবন্ত সে ক্যানভাস !
ঘরের অন্ধকার কেটে যাচ্ছে একটু একটু করে ,
যেন কাগজের ক্যানভাসে ভর করেছে সূর্যদেবতা ।
বৃদ্ধ চিত্রকর মিটমিট করে হাসে
সৃষ্টি এতই মধুর !
শুকিয়ে আসা জলরঙ্গে আবার পানি ছোঁয়ায় ,
আলতো ভাবে স্পর্শ করে জীবন্ত ক্যানভাস ।
ঘর ইতিমধ্যেই আলোকিত হয়ে গেছে ।
কেউ কি আছে আমার উপর তুলি ছোঁয়াবে ?
আমার সব অন্ধকার মুছে দিবে সাদা রঙে ।
আমি অপেক্ষার প্রহর গুনি শূন্য ক্যানভাসের মত,
কেউ এসে আবার নতুন করে আঁকবে আমায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


