'জন্ম থেকে মৃত্যু
সূর্যোদয় থেকে সূর্যাস্ত '
আমি - তুমি তেমনি বিপরীত অস্তিত্ত্ব ,
আমাদের মাঝেও অপেক্ষা আছে ।
এতদিন তোমার অপেক্ষায় আমি ছিলাম,
এবার আমার অপেক্ষায় তুমি থাকো ।
কবিতা লিখো,
করুন সুরের গান শুনো,
যেমনটি আমি শুনতাম।
ঘর অন্ধকার করে বসে থাকো,বৃষ্টি দেখো
যেমনটি আমি করতাম ।
'হতাশা - আশা
ঘৃনা - ভালোবাসা'
বিপরীত শব্দগুলোর মাঝে শুধুই অপেক্ষা ।
এখন তুমি নির্ঘুম রাত কাটাবে,
ডায়েরীর পাতা উল্টাবে,
চাঁদের দিকে তাকিয়ে থাকবে হতাশ দৃষ্টিতে ।
হঠাত্ করে কেঁদে উঠবে কৃষ্ণপক্ষের রাত গুলোতে ,
অন্ধকারে বয়ে চলবে তোমার দুঃখের নদী ।
বুঝবে তুমি একাকীত্ত্ব কাকে বলে ।
আমাকে পাওয়ার তীব্র পিপাসায় যখন দেখবে ,
তোমার পৃথিবীতে আমার অস্তিত্ত্ব নেই ।
তখন কোনো এক একাকী দুপুরে,
রচনা করবে ভালোবাসার দ্বিতীয় পত্র।
© ২০০৯
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


