স্বপ্ন গুলো সব হারিয়ে যাচ্ছে
গুগল সার্চ দিয়েও পাচ্ছি না
এখন খুব বৃষ্টির দিন
কত দিন ধরে ধুলো পরে থাকা
স্বপ্নগুলো কে যে ভেজাবো আমি
আমি ভিজে যাই তবু যে স্বপ্ন ভেজেনা
যে তুমি নিয়ে গেছে আপনার স্বপ্ন সব
একটু তুমি বৃষ্টিতে ভিজ না
তুমি ভিজে গেলে ভিজে যাবে
আমার স্বপ্ন সব আর
বৃষ্টি ভেজা সব সজিব স্বপ্ন গুলো
ছুয়ে যাবে তোমার হৃদয় জলে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




