আকরাম খান প্রধান নির্বাচকের পদে ফিরছেন
ঢাকা : আকরাম খান ফিরে আসছেন। পদত্যাগের তিনদিনের মাথায় তাকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে।
আকরাম খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে দেখা করতে বলায়। রাত আটটায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাকে বলেন, তোমার ক্রিকেটে থাকা দরকার। তুমি থাক। বোর্ডে কি হচ্ছে সেটা আমি দেখছি।`
সাবেক ক্রিকেটারদের গঠনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ায় বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। আকরাম খানকে দায়িত্ব দিয়েছেন সাবেক ক্রিকেটারদেরকে তার কাছে নিয়ে যেতে।
বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং প্রভাবশালী পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকেও তলব করেছেন প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



