Click This Link
ঢাকা, ০৭ জুন (জাস্ট নিউজ) : বিচার বিভাগ-সংসদ মোটেও মুখোমুখি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, কিন্তু একটি পক্ষ এটাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জোটের ঢাকা বিভাগের আহ্বায়ক মুজিবর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, ওয়াল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচার বিভাগ-সংসদ মুখোমুখি, গেলো গেলো সব গেলো- অনেকেই এমন মন্তব্য করছেন, কিন্তু তা কাঙ্খিত নয়। সবাইকে আরো বাক সংযত হওয়ার এবং একই সঙ্গে গণমাধ্যমকেও একটু সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা আরো বলেন, বিচার বিভাগ ও সংসদ একে অপরের আস্থাশীল। শ্রদ্ধাশীল হয়েই আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা অনেক বেশি সজাগ ও সচেতনশীল।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যেকোনো বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিচার বিভাগই সমাধান দেবে।
(জাস্ট নিউজ/এসইউকে/এইচও/১৪.২০)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



