বিঃদ্রঃঅতি মাত্রায় লেইম পোস্ট,বিনুদুন না পেলে লেখক দায়ী নন !!
অনেকেই হয়তো "উবার" সার্ভিসটি ইউজ করেছেন।।বিশ্বের নামি একটি কোম্পানি।।
শুনে অবাক হবেন যে "উবার" নাম টি সিলেটি ভাষার শব্দ থেকে এসেছে৷
উবার শব্দটি উৎপত্তি সিলেটি শব্দ "উবা" থেকে।
উবা মানে হলো খাঁড়া, আর মানে তো বুঝেন ই, দাঁড়া(থামা) মানে অপেক্ষা করা।
রাইড শেয়ারিং এর ব্যাপার মূলত আসে,আপনি কোথাও যাচ্ছেন নিজের গাড়ি নিয়ে, যাবার সময় ওই একি পথে বা কাছাকাছি কোন জায়গায় অন্য কাউকে লিফট দিলেন। সে আপনাকে কিছু পে করলো।এতে দুজনেই লাভবান হবেন।।
রাইড শেয়ার দিতে হলে অবশ্য থামতে হবে বা অপেক্ষা করতে হবে।।
তো উবারের মেইন উদ্যোক্তা যখন একটা কাজে সিলেট আসলেন, সিলেটের পুরান পুল দিয়ে যাবার সময় খেয়াল করলেন,"এক বন্ধু রিক্সা দিয়ে যাচ্ছে,পিছনে আরেক বন্ধু, যে কিনা অপেক্ষা করেও রিক্সা পাচ্ছিলো না।রিক্সা না পাওয়া বন্ধুটি চিৎকারে করে ওই বন্ধুকে বললো,বন্ধু উবা,আমারে লইয়া যা।সাথেই সাথেই ওই বন্ধু ড্রাইভারকে থামতে বলে ,পরে একসাথে তারা গন্তব্যে যাত্রা শুরু করে।।
উবারের উদ্যোক্তার মাথায় উবা শব্দটি গেঁথে যায়,দেশে গিয়ে তার টিমকে জানালে সর্বসম্মতিক্রমে এই নাম টি গৃহীত হয়।।
প্রশ্ন আসতে পারে,উবা থেকে উবার হলো কিভাবে??
উবা মানে তো বললাম ই থামা,খাঁড়া,অপেক্ষা করা।।
আর উবার মানে অপেক্ষা করতেসে।যেমনঃহে আমার লাগি উবাত,উবাইরইসে বা উবার!!!!
মানে গাড়ি অপেক্ষা করছে, আপনি উঠলেই রাইড শুরু হবে।
আশা করি সবাই সত্য টা জেনে অবাক হলেন।।
বাংলাদেশি হিসেবে গর্ব্বোধ করতেই পারেন।।
অবশেষে অনেক দিন পর পাসওয়ার্ড রিসেট করতে পারলাম।আশাই ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে।যাক ভাল লাগছে।।
কেমন আছেন সবাই???(আসলে কেউ আমাকে চেনার কথা না
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



