১।
সময় ঘোচাতে ক্লান্তির আশ্রয় কোন নারী
শরীর বোঝাতে কারো না, তোমারই
কেউ যদি হঠাৎ দেখে ফেলে তোমাকে আমাকে
নগ্ন চাদরে ঢাকবো আড়াল অলখে।
২।
মুনমুন তোমাকে নিয়ে অগনিত কাব্য আর কবিতা লেখা হয়ে গেছে সেই কবে থেকে। তোমার হাতের শেষ স্পর্শও মনে করতে পারছি না,
চেহারাটাও ভুলতে বসেছি অযতনে,
পারবো না আমি আর, আর কিছুই'
যা করা উচিৎ এখন থেকে তাই করবো আমার না হয় অন্য কারো।
৩।
আমার বহুজাতীক চিন্তা ভাবনার ভেতর দিয়ে
তোমার সূখনাতিসূক্ষ্ণ ছল-চাতুরির ধারাবাহিকতায় যেই বিস্তির্ন ক্ষোভের জন্ম নিয়েছে আমার মাঝে,
তাকে আমি খুন করতে চাই।
৪।
আকাশের কপালের টিপ মুছে দিয়ে
সন্ধ্যার যোনিতে তুমি চুম্বন রাখো
গাছ গুলো জলে পা ডুবিয়ে নিরব
রাত্রি প্রলেপে তুমি আমায় আঁকো।
৫।
আজ কাল পরশু যেতেই শীতের হিমাদ্রী ক্ষন গুলো কূয়াশায় জড়িয়ে ছড়িয়ে পরবে আমাদের চারপাশে। কেউ আমরা ফিরে পেতে চাইবো গতে যাওয়া মূষল ঝরা অথবা বৃষ্টি ভেজা কাল, কোন শিরশির এলো হাওয়াতে গা এলিয়ে ভাববে তুমি, কথা দিয়ে ছিলো কেউ আসবে আগামি কাল।
৬
shu-or er swine virus amader desher weather'e kono INFLUENCE na felte parle'o amader desh chalanor var jei BOAR typ'er PIG ra niyechilen tader songkromon rodh korata bodh'hoy shesh porjonto amra kortobbe nirosh shushil somajera PA...RCHI na, Borong tader (jara ek ekta bedhir jhola amader ghare jhuliye dite totpor) ichche gulike amar desher kortobboroto nirjatito nipirito obohelito prokriti thiki PROTIRODH korei jachche.
তবুও এই আমি, মুঠো মধ্যে একটা অভিমানের প্রজাপতির ভঙ্গুর ডানায় আজ বেঁচে থাকার নিরুৎসাহ স্বপ্নে বাঁচি......................
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




