বাংলাদেশে সোলার পাওয়ার এনার্জি বর্তমানে মোটামুটি পরিচিত একটি প্রযুক্তি । বর্তমানে এর উন্নতি করনে বিজ্ঞানীরা অনেক গবেষণা চালাচ্ছেন । তারা চেষ্টা করছেন এর থেকে কি করে অধিক বিদ্যুৎ শক্তি পাওয়া যায় । বাংলাদেশেও এর থেকে পিছিয়ে নেই । তাদের আবিষ্কৃত সোলার পাওয়ার এনার্জি নতুন যন্ত্রাংশ ক্রয় করে সরকার আমদের দেশের বিদ্যুৎ প্রকল্পে যোগ করা হচ্ছে । এরই ধারাবাহিকতায় খুলনায় ২০০০ কিলোওয়াটের একটি প্লান্ট স্থাপন করা হয়েছে জার্মানির সহযোগীতায় । যার সাহায্যে আমরা ৩০০০ পরিবারকে বিদ্যুৎ সেবা দিতে পারবো । কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হল ব্যয়ভার অর্থ্যাৎ এর প্রাথমিক স্থাপনের খরচ অনেক বেশি । এছাড়া এর ছোট ছোট উৎস গুলোর দাম অনেক চড়া । যা আমাদের দেশের সাধারণ মানুষের দ্বারা কেনা অসম্ভব । এজন্য এই সোলার পওয়ার এনার্জি ক্ষেত্রে সরকারের ভূর্তুকি প্রদান এবং কম সুদে ঋণ প্রকল্প করা প্রয়োজন । কারণ, বর্তমানে প্রতি ইউনিটে বিদ্যুতের উৎপাদনে খরচ হয় ১৯ থেকে ২০ টাকা কিন্তু আমারা তা কিনি ৩ থেকে ৪ টাকা খরচ করে প্রতি ইউনিট কিনে থাকি এবং এতে প্রতি ইউনিটে সরকারে ভূর্তুকি দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা । এতে করে সরকারে অনেক লোকসান হচ্ছে । কিন্তু সরকার এই ভূর্তুকিটি যদি এই সোলার এনার্জি খাতে দেওয়া যায় তবে আমরা এথেকে অনেক লাভবান হতে পারি । সোলার এনার্জির অন্য একটি সমস্যা হল এর ব্যাটারী । বর্তমানে ব্যবহৃত ব্যাটারী খুব একটা স্থায়ী নয় । ব্যাটারীতে ৫ বছর গ্যারান্টি থাকলেও তা ১.৫ থেকে ২ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় । তাই এই ক্ষেত্রকে লাভজনক করতে অবশ্যই কম দামে ভাল ব্যাটারী বিদেশ থেকে আমদনী করতে হবে অথবা আমদের দেশে ভাল ব্যাটারী তৈরী করতে হবে । যদি এগুলো করা সম্ভব হই তবে আমদের সোলার এনার্জি আনেক জনপ্রিয় হবে । তাই সরকারকে এই প্রযুক্তি জনগনের দোরগোড়ায় পৌছে দিতে আবশ্যই উক্ত বিষয় গুলোর প্রতি নজর দিতে হবে তালেই এই সোলার পাওয়ার এনার্জি জনগন সুলভ মূল্যে পেতে পারবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




