এক আশ্চর্য রাত ছিলো কাল
নক্ষত্রেরা জেগে উঠেনি আকাশের একাকীত্ব ভাগ করে নিতে।
অনেকক্ষন জেগে যখন ঘুমিয়ে পড়লাম
বহমান কোন বাতাস ছিলোনা,
কোলাহলের নগরী যখন ঘুমিয়ে পড়েছিলো;
দূরের মৃতপায় নক্ষত্রের দিকে চেয়ে কেউ দীর্ঘশ্বাস ফেলেনি।
এক জ্যোৎস্নাহীন নিশ্চুপ রাত ছিলো কাল
নিজের সাথে কথপোকথনেও বেড়ে উঠছিলো বিরক্তি।
দেয়ালে পা ঠেকিয়ে জেগেছিলাম যখন,
রাতের গভীরে অনিশ্চয়তার কাছে অসহায়।
শেষ মোমবাতিটিও যখন নিভে গেলো
আমি অসহায়ত্বের কাছে আত্নসমর্পন করেছিলাম।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




