হ্যাঁ, শাহবাগ থেকেই, শাহবাগের উপর ভর করেই যাত্রা শুরু হয়েছিল আওয়ামী ফ্যা/সি*বাদের! এটা অস্বীকার করার উপায় নেই!
আরিফ জেবতিক ও বেশিরভাগ শাহবাগ আন্দোলনের নেতা বারবার বলেন যে তারা 'যু*দ্ধাপরাধের বিচার' চেয়েছিলেন। কিন্তু তারা 'বিচার' চাননি; যুদ্ধা/পরাধের অভিযোগ যার নামেই থাকুক, তার ক্ষেত্রেই 'ফাঁ*সি' ছাড়া অন্যকিছু তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না; 'ফাঁ/*সি ছাড়া অন্য কোনো রায় মানি না' মার্কা আন্দোলন ছিল তাদের। বিচার বা ন্যায়বিচার চাওয়া এক কথা, আর ফাঁ/সি ছাড়া অন্য রায় মানি না' মার্কা চাওয়া আরেক কথা। যখন কিছু লোক 'বিচার'-এর বদলে কেবল 'ফাঁসি চাই ফাঁসি চাই' বলে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে যায়, তখন সেটা প্রপগতিশীলতার সাথে যায় না; যারা এমন করে তাদের আর প্রগতিশীল বলা যায় না ন্যূনতমভাবেও!
অপরাধ যা-ই থাকুক, বিচারে যাই পাওয়া যাক, ফাঁ/সি ছাড়া অন্য কোনো রায় মানি না, যেভাবেই হোক খালি 'ফাঁ*সি'র রায় দিতে হবে- এর চেয়ে ফ্যা/সি*বাদী চিন্তা খুব কমই আছে। কাজেই শাহবাগে ২০১৩-এর আন্দোলন ছিল এক উ/ন্মত্ত ম*বের ফ্যা/সিবাদী আন্দোলনই, যেটার উপর ভর করে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ পেয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে সেই ২০১৪-তে ব্লগে বেশ কটি লেখা লিখেছিলাম; তখন আওয়ামী পন্থীদের থেকে 'ছাগু,' 'শিবির,' 'নাস্তিক শিবির' কত গালিই না খেয়েছি। তবে চরম প্রতিকূল সময়ে সত্য কথা বলার গাটস সবার থাকে না, আমার সেটা ছিল।
আজকে যারা ম*ব নিয়ে কথা বলেন, তারা এটা বলেন না যে 'শাহবাগ আন্দোলন'ও ছিল একটা ম*ব...। আজকের মব অবশ্যই দেশের জন্য অনেক বড় ক্ষতিকর, ঠিক যেমনটা ক্ষতিকর ছিল ২০১৩-এর সেই শাহবাগ মব। 'ফাঁসি চাই ফাঁসি চাই' মার্কা উন্মত্ততা ২০১৩-তে এই দেশের কিছু তথাকথিত সেকুলারই দেখিয়েছেন, যা দেশকে পিছনের দিকেই নিয়ে গেছে। আমার মতে, এটাই ছিল দেশের সেক্যুলারদের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল, ঐতিহাসিক উন্মত্ততা! ধর্মীয় রাজনীতিকে মোকাববেলা করে পরাজিত করতে হলে সেক্যুলারদের এটা প্রমাণ করতে হবে যে তারা আসলেই ধর্মীয় রাজনৈতিক লোকেদের তুলনায় উদার ও সহিষ্ণু। কিন্তু গণহারে, নির্বিচারে ফাঁসি নিশ্চিত করার আন্দোলন মার্কা কাজ করে কি কখনো সেটাকে মোকাবেলা করা সম্ভব বা সম্ভব ছিল???
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯