
জামাত পিআর ছাড়া নির্বাচন করবে না!
তাগো সাগরেদ এনসিপি নতুন সংবিধান না হলে নির্বাচন করবে না।
তাল দিতেছে এর সাথে আরো কিছু মৌলবাদী ডা*নপন্থী দল!
নির্বাচন ঠেকাতে ও বিভিন্ন অন্যায্য সুবিধা আদায় করতে সামনে অনেক কিছুই করবে পুরনো ও নব্য অ*প রাজনৈতিক দলগুলো।
এদিকে, সম্প্রতি বিএনপির কিছু কাজকর্মের কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে তাদের ভূমিকাও কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে মুক্তিযুদ্ধ ও ট্রুলি বাংলাদেশপন্থীদের সমর্থন ও ভোট (যদি নির্বাচন হয়) তাদের দিকে কতটুকু যাবে, সেটা কিন্তু অনিশ্চিত!
ডিয়ার বিএনপি, আপনাদের অতি উৎসাহী কিছু লোকদের ঠেকান! নিজেদের জোট বড় করেন, মিত্র বাড়ান- দেশি-বিদেশি উভয় ধরনের মিত্রের কথা বলছি...স্মার্ট মুভ নিন ও নিজেদের স্ট্র্যাটেজি স্ট্রং করুন!
এ টু জেড সব ধরনের প্ল্যান রেডি রাখুন...মনে রাখবেন, প্রয়োজনে শত্রুর শত্রুদেরও কিন্তু কাজে লাগাইতে হয়...!
আরো মনে রাখবেন বারবার যে উ*গ্রবাদী ও দেশবিরোধী শক্তিদের সাথে লড়াইয়ে আপনারাই কিন্তু শেষ ভরসা! সত্যিকার বাংলাদেশপন্থী জনগণকে নিয়ে সামনের কঠিন পথটুকু আপনাদেরই পাড়ি দিতে হবে! আপনারা দোষত্রুটির ঊর্ধ্বে নয়; কিন্তু আপনারা হারলে পুরো দেশই কিন্তু খাঁদের কিনারায় চলে যাবে!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




