যেম্বলী বন্ধ হয়ে যাচ্ছে এই ৩০ তারিখে।
আজ বিকেলে হাসিন ভাইয়ের ওয়ার্ডপ্রেস ব্লগে এই খবর জানতে পারলাম।
যেম্বলী ইন্টারনেটে যারা ফেইসবুক, অর্কুট বা অন্যান্য সোস্যাল নেটওয়ার্কে এ্যাপ্লিকেশন ডেভেলপ করতেন তাদের জন্য অনেক উপকারী ছিল।
যেম্বলী জুন ২০০৭-এ তাদের যাত্রা শুরু করেছিল। তাদের বিভিন্ন এ.পি.আই-এর মাধ্যমে খুব সহযেই ফ্লিক্র, ফেইসবক, অর্কুট, ইত্যাদি ওয়েবসাইটের এ্যাপ্লিকেশন তৈরি করা যেত।
এখন কথা হইল এই যে কোম্পানিটা বন্ধ করার আগে সর্বনিম্নে তারা তাদের প্রোডাক্টগুলোকে ওপেন-সোর্স করে দিতে পারত যা তারা করেনি।
যারা তাদের কোম্পানিদের ২.৫ বছর চালিয়ে রেখেছে, তারা এখন কি সমস্যায় পরবে না??? নতুন নতুন এ্যাপ্লিকেশন তৈরি করতে কি তাদের এখন সমস্যা হবে না??? অবষ্যই হবে।
হাসিন ভাই বলেছেন - "I am sorry for Zembly But I am more sorry for the developer community. "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




