গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। এর আগে মাসে অথ্যাৎ মার্চ মাসে এর হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।
বুধবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমেছে। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। যা মার্চ মাসে ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৩ শতাংশ। যা মার্চ মাসে ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।
গোলাম মোস্তফা কামাল বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মাঠ পর্যায়ে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে মূল্যস্ফীতি কমেছে। বাজারে নিয়মিত মালামাল পাওয়া যাচ্ছে। চাহিদা এবং সরবরাহের সামঞ্জস্যতা রয়েছে।
উল্লেখিত সময়ে চাল, ডাল, আটা, শাকসবজি,ফল,মসলা, তেল, দুধ ও তামাক জাতীয় দ্রব্যাদ্রির দাম বেড়েছে। এ কারণে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে খাদ্য সামগ্রী উপখাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা দশমিক ০২ ভাগ। যা মার্চ মাসে ছিল শতকরা দশমিক ১৩ ভাগ।
গত এক বছরের (মে ২০১৩ থেকে এপ্রিল ২০১৪) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। যা আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৪১ শতাংশ।৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




