দয়া করে কেউ এড়িয়ে যাবেননা, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান “চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ’ এর শিক্ষার্থীদের প্রাণপ্রিয় বাংলা শিক্ষক “আশরাফুল হক”। আর দশ জনের মত উনারও স্বাভাবিকভাবেই সবকিছু চলছিল। কিন্তু গত কয়েকমাস আগে নিয়মিত কিছু ছোটখাট রোগে ভোগে দেশে বিভিন্ন ডাক্তার দেখানোর পরেও রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে তিনি ভারতের ক্রিশ্চিয়ান মিশনারিজ হাসপাতালে যান , সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর রমজান মাসের মাঝামাঝি সময়ে জানতে পারেন তার জন্মগতভাবেই একটি কিডনি , এবং যে কিডনিটি বর্তমান আছে তাও ৭৫% এর বেশী অকার্যকর হয়ে গেছে। তাই ডাক্তাররা তাকে পরামর্শ দেন যত তারাতারি সম্ভব কিডনি ট্রান্সপ্লেন্টেশন করানোর। তার সহধর্মিণী স্বেচ্চায় তার একটি কিডনি দান করার জন্য প্রস্তুত আছেন । কিডনি দেওয়া সত্বেও চিকিৎসা(সার্জারী, পোস্ট সার্জারী/ মেডিসিন ইত্যাদি) বাবদ প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু একজন কলেজ শিক্ষকের পক্ষে এই পাহাড় সমান টাকা জোগার করে চিকিৎসা করানো অসম্ভব ব্যাপার। যদি আমরা সমাজের বিত্তবানেরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে একজন শিক্ষক তার জীবন ফিরে পেতে পারে। মানুষ গড়ার কারিগর রূপে জাতি গঠনে যার অবদান অসামান্য তার জীবন বাঁচাতে দয়া করে আপনার যা আছে তা নিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রাপ্তন শিক্ষার্থীদের পক্ষ হতে- আনিস হাসান (ওওটঈ*)
আপনার সাহায্য বিকাশ করে পাঠাতে পারেন।
বিকাশ নম্বরঃ ০১৬৭৫-৪২৯৫৯৩/ ০১৭১৮৫৪২০৫১
ব্যাংক হিসাবের নামঃ আবু ইসমাইল মোঃ আশরাফুল হক; জনতা ব্যাংক, ওয়াসা শাখা, চট্টগ্রাম, অ/ঈ-১১৯৪২-৮
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ঃ আনিসঃ ০১৮৩৬৭৭৪০০২, নয়নঃ ০১৬৭০৩০২১৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




