গতকাল রাত ৯:৫৮ থেকে আর নতুন কোন পোস্ট আসেনি!!
কেন? ব্লগাররা কি ব্যস্ততার কারণে নতুন কোন লেখা দিচ্ছেন না সেজন্য,নাকি ব্লগের কোন সমস্যা??
আসেন- গোলাপী মহিষের মত গোলাপী আহসান মঞ্জিল ঘুরে আসি; ( মোবাইল থেকে পোস্ট দার জন্য ছবির ক্যাপশন ঠিকঠাক দিতে পারলাম না)

* অবশেষে দেখছি ব্লগ বিন্দাস আছে- ব্লগাররা শুধু ঝিমাচ্ছে। ওখানে ছবি তোলা নিষেধ। আমি ছিলাম সবার শেষের ভিজিটর। রক্ষীরা সব ক্লান্ত আর বিরক্ত ছিল। আমি ছবি তুলতে অনুমতি চাইলে-বিরক্ত কন্ঠে বলল, যা মনে চায় করেন- কিন্তু তাড়াতাড়ি বিদেয় হন। তবে এমনিতেই বৃষ্টির দিন তারপরে সন্ধ্যালগ্ল আলোকসল্পতায় ছবি ভালো আসেনি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩