~ এ ছবিটা ২০২১ সালে ভারতের পাশ থেকে তোলা- দিনের বেলা। ( নাইকন কম্পপ্যাক্ট ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা)
-ছবিতে স্পষ্ট ভারত ও বাংলাদেশের মধ্যে বিভাজন! দূরে দেখা যাচ্ছে জাফলং ট্যুরিষ্ট স্পটে হাটুতক প্রায় ঘোলা পানিতে গিজগিজ করতে মানুষ, আর এখানে শান্ত নিরিবিলি স্বচ্ছজলে মাছ ধরছে ভারতীয় জেলেরা, কিছুও।কিছু ভারতীয় ভ্রমনার্থীও নৌকায় ঘুরছে। নদীর ওপারে কোন বাংলাদেশীকে আসতে দেয়া হয়না। ভারতে গমনরত কোন ট্যুরিস্টকেও দাড়াতে দেয়া হয় না।
***
~ প্রথম ছবিটা মনে হচ্ছে ড্রোন দিয়ে তোলা, কিন্তু তা নয় পরের ছবিটা লক্ষ্য করুন; একটা ঝুলন্ত ব্রিজের ছায়া আছে। এই ব্রিজটা মূলত কয়েল বা তার দিয়ে তৈরি, চেরাপুঞ্জির পাহাড়ের গভীরে এই ব্রিজ। একসময়ে বিশ্বের অন্যতম দীর্ঘ এই কয়েল ব্রিজমুলত সিঙ্গেল ওয়ে যাতায়াতের জন্য। ব্রিজের উপর দিয়ে হাটতে থাকলে প্রচণ্ড দুলুনিতে ব্যালেন্স রাখা কষ্টকর।
এবার একটা ছবিই দেখুন;
~ এই ব্রিজ পার হতে একটু সাহসী হতে হয়। আমি জানিনা এই সেতুটা আর এখন আছে কি না? প্রায় ২১/২২ বছর আগে তোলা এই ছবি। নেট দুনিয়ায় কোথাও খুঁজে পেলাম না এর ছবি বা তথ্য।
* পরের ছবি ব্লগে ফের দেখা হচ্ছে
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৮