Binayak Sen
(এই রচনাটি ড: বিনায়ক সেনকে উৎসর্গ করে লেখা।)
ড: সেন , কেমন আছেন ?
কেমন কাটছে দিনগুলো ?
আমি কিন্তু দিব্যি আছি -
কলকাতার মতো ।
কান পাতলেই শুনতে পাবেন,
সবাই বলছে -
"আমাকে আমার মতো থাকতে দাও"।
কেউ আর আপনার সাথে থাকতে থাকতে চাইছে না , ড: সেন।
সবার ঘরের দরজা-জানলা বন্ধ ,
টিভির পর্দায় জোড় খবর -
IPL থেকে দাদা বাদ ,
প্রিয় শহর তাই নিয়ে উত্তাল -
আপনি কিন্তু প্রান্তবাসীই হয়ে রইলেন।
বইমেলায় গরম ফিস্-ফ্রাই মুখে নিয়ে
কিছুক্ষনের জন্য কথাবলা বন্ধ করছে,
আপনার শহরের শিক্ষিত মানুষ -
আর সরস্বতীপূজোর দিন,
অনেকেই আমার মতো প্রথম
নিষিদ্ধ আনন্দ করছে।
আস্তে-আস্তে দেখছেন -
সব কিরকম লাল থেকে সবুজ হচ্ছে ?
আমারতো আজকাল রক্তের রঙও
সবুজ মনে হয়। আপনার ?
কষ্ট হচ্ছে , ড: সেন ?
বুকের গভীরে ব্যাথা ?
নিজের দেশ যখন আগ্রাসী হয় -
তখন এতদিন কোথাকার সাম্রাজ্যবাদী
একটা শক্তিকে , সুদূড় পশ্চিম থেকে -
তুলে এনেছিলাম আমরা ?
আজকে শরীরে ভারতবর্ষর রক্ত নিয়ে
আমরা কি খুব গর্বিত ?
নাকি আমাদের social behavior টাই এরকম -
যে দল ভারী সেইদিকে আশ্রয় খোঁজা -
মাঝে-মাঝে দু-নৌকায় পা দিয়ে চলা,
আর যখন-তখন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে -
লাল-সবুজে হোলি খেলা।
ড: সেন, আপনি কেমন আছেন ?
এই প্রশ্নটা করার সবরকম যোগ্যতাই
কি আমরা হারিয়েছি ?
Shibasish Dasgupta
11th February, 2011
Gainesville, Florida
USA.
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




